ETV Bharat / state

Poster Controversy: কোচবিহারে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার - Girindra Nath Barman

কোচবিহার মাথাভাঙা শহরজুড়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের নামে পোস্টার ৷ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা উল্লেখ করে পোস্টার (Poster Controversy in Cooch behar)৷

Poster Controversy
দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার
author img

By

Published : Jan 1, 2023, 11:08 PM IST

Updated : Jan 1, 2023, 11:13 PM IST

তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে বিতর্ক

কোচবিহার, 1 জানুয়ারি: টাকার বিনিময়ে চাকরি ও অঞ্চল সভাপতি পদ লাভের অভিযোগে কোচবিহারের মাথাভাঙায় পোস্টার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmick) ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের নামে (Girindra Nath Barman) ৷ পোস্টার পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Poster Controversy) ।

জানা গিয়েছে, রবিবার কোচবিহারের মাথাভাঙ্গা শহরের সুটুংগা নদীর সেতু সংলগ্ন এলাকা এবং শহরের বেশ কয়েকটি এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের নামে এই পোস্টার পড়েছে । নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেওয়া পোস্টারগুলিতে উল্লেখ করা হয়েছে, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বিপুল টাকার বিনিময়ে অঞ্চল সভাপতি নিয়োগ করেছেন । এদের বিচার চাই।"

আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগে পোস্টার পড়ল মন্ত্রীর নামে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ?

যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেছন গিরীন্দ্রনাথ বর্মন । এই প্রসঙ্গেই তিনি বলেন, "যারা এমন কাজ করছে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে প্রমাণ নিয়ে সামনে আসুক । বিরোধীরা এমনটা করছে । যারা এমনটা করছে তাদের নিন্দা জানাই ।"
অন্যদিকে, বিজেপির তরফে তৃনমূলের নিজেদের গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ ঘোষ ৷

তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে বিতর্ক

কোচবিহার, 1 জানুয়ারি: টাকার বিনিময়ে চাকরি ও অঞ্চল সভাপতি পদ লাভের অভিযোগে কোচবিহারের মাথাভাঙায় পোস্টার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmick) ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের নামে (Girindra Nath Barman) ৷ পোস্টার পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Poster Controversy) ।

জানা গিয়েছে, রবিবার কোচবিহারের মাথাভাঙ্গা শহরের সুটুংগা নদীর সেতু সংলগ্ন এলাকা এবং শহরের বেশ কয়েকটি এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের নামে এই পোস্টার পড়েছে । নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেওয়া পোস্টারগুলিতে উল্লেখ করা হয়েছে, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বিপুল টাকার বিনিময়ে অঞ্চল সভাপতি নিয়োগ করেছেন । এদের বিচার চাই।"

আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগে পোস্টার পড়ল মন্ত্রীর নামে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ?

যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেছন গিরীন্দ্রনাথ বর্মন । এই প্রসঙ্গেই তিনি বলেন, "যারা এমন কাজ করছে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে প্রমাণ নিয়ে সামনে আসুক । বিরোধীরা এমনটা করছে । যারা এমনটা করছে তাদের নিন্দা জানাই ।"
অন্যদিকে, বিজেপির তরফে তৃনমূলের নিজেদের গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ ঘোষ ৷

Last Updated : Jan 1, 2023, 11:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.