ETV Bharat / state

কোচবিহার মেডিকেলের নতুন ক‍্যাম্পাসে দ্বিতীয় ব‍্যাচ ভরতির অনুমতি

কোচবিহার মেডিকেল কলেজের নাম বদলে মহারাজা জিনেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ নামের প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ অনুমোদন মিলেছে বলে জানালেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ৷

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল
কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Nov 4, 2020, 1:23 PM IST

কোচবিহার, 4 অক্টোবর : নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ক্যাম্পাসে দ্বিতীয় ব্যাচের ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে । এর জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনের অনুমোদন মিলেছে । পাশাপাশি কোচবিহার মেডিকেল কলেজের নতুন নামকরণের জন্য সরকারি অনুমোদনও মিলেছে ।

কোচবিহার মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক বলেন, "নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ব্যাচের ভরতি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশা করছি । পাশাপাশি নতুন ভবনে পঠনপাঠনসহ যাবতীয় কাজকর্ম শুরু করা যাবে বলে আশা করছি ।"

কোচবিহারের রাজাদের আমলে গড়ে ওঠে MJN হাসপাতাল । 2018 সালে গড়ে ওঠে কোচবিহার মেডিকেল কলেজ । পাশাপাশি কোচবিহার কৃষি খামার জমিতে মেডিকেল কলেজের নতুন ভবন তৈরির উদ্যোগ নেয় স্বাস্থ্য দপ্তর । সেই মতো কাজ শুরু হয় । এদিকে গত বছরের শেষ দিকে কোচবিহারের যুব আবাসে প্রথম ব্যাচের পঠনপাঠন শুরু হয় । এক বছর পঠন পাঠন চলার পর কৃষি খামারের জমিতে মেডিকেল কলেজের নতুন ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র ছাত্রীদের হস্টেল গড়ে ওঠায় সেখানে স্থানান্তর করা হয় । এখন থেকে স্থায়ী ভবনেই মেডিকেল কলেজের কাজকর্ম চলবে । পাশাপাশি কোচবিহার মেডিকেল কলেজের নাম বদলে মহারাজা জিনেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ নামের যে প্রস্তাব গিয়েছিল তার অনুমোদন মিলেছে ৷

কোচবিহার, 4 অক্টোবর : নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ক্যাম্পাসে দ্বিতীয় ব্যাচের ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে । এর জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনের অনুমোদন মিলেছে । পাশাপাশি কোচবিহার মেডিকেল কলেজের নতুন নামকরণের জন্য সরকারি অনুমোদনও মিলেছে ।

কোচবিহার মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক বলেন, "নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ব্যাচের ভরতি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশা করছি । পাশাপাশি নতুন ভবনে পঠনপাঠনসহ যাবতীয় কাজকর্ম শুরু করা যাবে বলে আশা করছি ।"

কোচবিহারের রাজাদের আমলে গড়ে ওঠে MJN হাসপাতাল । 2018 সালে গড়ে ওঠে কোচবিহার মেডিকেল কলেজ । পাশাপাশি কোচবিহার কৃষি খামার জমিতে মেডিকেল কলেজের নতুন ভবন তৈরির উদ্যোগ নেয় স্বাস্থ্য দপ্তর । সেই মতো কাজ শুরু হয় । এদিকে গত বছরের শেষ দিকে কোচবিহারের যুব আবাসে প্রথম ব্যাচের পঠনপাঠন শুরু হয় । এক বছর পঠন পাঠন চলার পর কৃষি খামারের জমিতে মেডিকেল কলেজের নতুন ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র ছাত্রীদের হস্টেল গড়ে ওঠায় সেখানে স্থানান্তর করা হয় । এখন থেকে স্থায়ী ভবনেই মেডিকেল কলেজের কাজকর্ম চলবে । পাশাপাশি কোচবিহার মেডিকেল কলেজের নাম বদলে মহারাজা জিনেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ নামের যে প্রস্তাব গিয়েছিল তার অনুমোদন মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.