কোচবিহার, 6 মার্চ : কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললেই করা হবে স্পট ফাইন ৷ বৃহস্পতিবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, " হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই এই সিদ্ধান্ত । তবে এটা কবে থেকে কার্যকর হবে তা এখনও ঠিক হয়নি ৷"
গতকালের বৈঠকে মূলত রোগী পরিষেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতার পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও আলোচনাও হয় ৷ অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত বিষয়ে অনুমোদনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পার্থপ্রতিমবাবু ৷
হাসপাতাল চত্বরে লোডশেডিং হলে দু'টি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৷ কিন্তু জেনারেটরের টাকা বাকি থাকায় যারা এই পরিষেবা দেয় তারা কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ৷ এদিনের মিটিংয়ে এ বিষয়েও আলোচনা হয় বলে জানান পার্থপ্রতিমবাবু ৷ এ বিষয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এছাড়া বৈঠকে হাসপাতেলের নিরাপত্তা নিয়েও আলোচনা হয় পুলিশ আধিকারিকদের সঙ্গে ৷ কারণ মাঝে মধ্যে রোগী মৃত্যুর কারণে হাসপাতালে বিভিন্ন অশান্তি হয় ৷ সেই ধরনের পরিস্থিতিতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখার বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয় ৷