ETV Bharat / state

দলবদল করেও জয়ী কোচবিহারের দুই নেতা - পরেশ অধিকারী

রাজ্যে দলবদল করা অধিকাংশ নেতা ভোট পরাজিত হলেও কোচবিহারে পরেশ অধিকারী ও মিহির গোস্বামী জয়ের হাসি হেসেছেন ৷

paresh adhikari and mihir goswami won after changing party
দলবদল করেও জয়ী কোচবিহারের দুই নেতা
author img

By

Published : May 5, 2021, 3:40 PM IST

মেখলিগঞ্জ, 5 মে: বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে অধিকাংশ দলবদল করা নেতারা পরাজয়ের মুখ দেখলেও কোচবিহার জেলায় ছবিটা আলাদা । মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে আসা পরেশ অধিকারী মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন । অপরদিকে গত ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিহির গোস্বামী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন । এই ঘটনায় কিছুটা স্বস্তিতে তাঁদের অনুগামীরা ।

বিধানসভা নির্বাচনের আগে গত একবছরে গোটা রাজ্যজুড়ে তৃণমূল ও বাম ছেড়ে বহু বিধায়ক, নেতা-নেত্রী বিজেপিতে যোগ দিয়েছেন । দল বদল করা নেতাদের অধিকাংশকেই বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিট দিয়েছে ৷ তবে তাঁরা যে দলের মুখে হাসি ফোটাতে পারেননি, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফলে ৷ অধিকাংশ হেরে গিয়েছেন । তবে কোচবিহার জেলার ছবিটা অন্য রকম ৷ ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পরেশচন্দ্র অধিকারী কোচবিহার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দধিরাম রায়কে 14685 ভোটে হারিয়েছেন ।

আরও পড়ুন: কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

অপরদিকে, গত ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামী বিদায়ী মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে 23440 ভোটে পরাজিত করেছেন । গোটা রাজ্যে যখন অধিকাংশ দলবদল করা নেতা পরাজয়ের মুখ দেখেছেন, তখন কোচবিহার জেলার এই ছবি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের ধারণা । জয় প্রসঙ্গে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজেপির মিহির গোস্বামী বলেন, "নাটাবাড়ির অধিকাংশ মানুষ আমাকে সমর্থন জানিয়েছে । এ জন্য মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷"

মেখলিগঞ্জ, 5 মে: বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে অধিকাংশ দলবদল করা নেতারা পরাজয়ের মুখ দেখলেও কোচবিহার জেলায় ছবিটা আলাদা । মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে আসা পরেশ অধিকারী মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন । অপরদিকে গত ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিহির গোস্বামী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন । এই ঘটনায় কিছুটা স্বস্তিতে তাঁদের অনুগামীরা ।

বিধানসভা নির্বাচনের আগে গত একবছরে গোটা রাজ্যজুড়ে তৃণমূল ও বাম ছেড়ে বহু বিধায়ক, নেতা-নেত্রী বিজেপিতে যোগ দিয়েছেন । দল বদল করা নেতাদের অধিকাংশকেই বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিট দিয়েছে ৷ তবে তাঁরা যে দলের মুখে হাসি ফোটাতে পারেননি, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফলে ৷ অধিকাংশ হেরে গিয়েছেন । তবে কোচবিহার জেলার ছবিটা অন্য রকম ৷ ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পরেশচন্দ্র অধিকারী কোচবিহার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দধিরাম রায়কে 14685 ভোটে হারিয়েছেন ।

আরও পড়ুন: কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

অপরদিকে, গত ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামী বিদায়ী মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে 23440 ভোটে পরাজিত করেছেন । গোটা রাজ্যে যখন অধিকাংশ দলবদল করা নেতা পরাজয়ের মুখ দেখেছেন, তখন কোচবিহার জেলার এই ছবি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের ধারণা । জয় প্রসঙ্গে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজেপির মিহির গোস্বামী বলেন, "নাটাবাড়ির অধিকাংশ মানুষ আমাকে সমর্থন জানিয়েছে । এ জন্য মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.