ETV Bharat / state

মাথাভাঙায় বিএসএফের (BSF) গুলিতে মৃত এক গোরু পাচারকারী - Mathabhanga

গতকাল কোচবিহারের মাথাভাঙ্গা - ১ ব্লকের ভোগরামগুড়ি এলাকায় বিএসএফয়ের গুলিতে এক গোরু পাচারকারীর মৃত্যু হয় ।

মাথাভাঙায় BSF এর গুলিতে এক মৃত
মাথাভাঙায় BSF এর গুলিতে এক মৃত
author img

By

Published : Jun 29, 2021, 2:44 PM IST

মাথাভাঙ্গা ২৯ জুন: গোরু পাচার নিয়ে চলতি হইচইয়ের পরিপ্রেক্ষিতে বিএসএফয়ের কড়া নজরদারি চলছিল কোচবিহারের তুফানগঞ্জের বাংলাদেশ সীমান্তে । সোমবার রাতে মাথাভাঙ্গা- ১ ব্লকের ভোগরামগুড়ি এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক গোরু পাচারকারীর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোরু পাচার করার সময় বিএসএফের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ বেধে যায় । সেসময় দুষ্কৃতীরা বিএসএফের ওপর হামলা চালালে বিএসএফও পাল্টা গুলি চালায় । সেই গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর ।

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত ৪০০ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । দীর্ঘ সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া রয়েছে । তবে, বেশ কিছু জায়গায় নদী থাকার কারণে বা সীমান্তগত সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন...ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন

আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশে গোরু পাচার চলে বলে অভিযোগ । গতকাল পাচার করার সময় সংঘর্ষ বাধে । ঘটনায় একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

মাথাভাঙ্গা ২৯ জুন: গোরু পাচার নিয়ে চলতি হইচইয়ের পরিপ্রেক্ষিতে বিএসএফয়ের কড়া নজরদারি চলছিল কোচবিহারের তুফানগঞ্জের বাংলাদেশ সীমান্তে । সোমবার রাতে মাথাভাঙ্গা- ১ ব্লকের ভোগরামগুড়ি এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক গোরু পাচারকারীর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোরু পাচার করার সময় বিএসএফের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ বেধে যায় । সেসময় দুষ্কৃতীরা বিএসএফের ওপর হামলা চালালে বিএসএফও পাল্টা গুলি চালায় । সেই গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর ।

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত ৪০০ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । দীর্ঘ সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া রয়েছে । তবে, বেশ কিছু জায়গায় নদী থাকার কারণে বা সীমান্তগত সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন...ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন

আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশে গোরু পাচার চলে বলে অভিযোগ । গতকাল পাচার করার সময় সংঘর্ষ বাধে । ঘটনায় একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.