কোচবিহার, 26 মে : কোচবিহার জেলায় গ্রামীণ এলাকাগুলোতে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার জেলা পর্যায়ের অফিসাররা ব্লকে ব্লকে ও মহকুমায় পরিদর্শন শুরু করলেন ৷ মঙ্গলবার থেকে এই পরিদর্শন শুরু হয়েছে ৷ জেলার বিভিন্ন সেন্টারগুলোতে কতজনের করোনা পরীক্ষা হচ্ছে, টিকাকরণের কাজ কেমন চলছে, সেফ হোমগুলি কীভাবে কাজ করছে, সে সব খতিয়ে দেখেন আধিকারিকরা ৷ কোচবিহারের জেলাশাসক জানিয়েছেন, জেলার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ তবুও গোটা জেলার বিভিন্ন ব্লক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ।
জানা গিয়েছে, কোচবিহার জেলার পাঁচটি মহকুমায় 12টি ব্লক ও 6টি পৌরসভা রয়েছে । গতকালও জেলার প্রায় 255 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে । জেলায় বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 2378 । বর্তমানে জেলায় প্রতিদিন যে হারে মানুষ আক্রান্ত হচ্ছেন, তার চেয়েও সুস্থতার হার বেশি । কোচবিহারের বিভিন্ন হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য 534টি বেড থাকলেও 241জন রোগী ভর্তি রয়েছেন । বাকিরা সেফ হোম কিংবা বাড়িতে রয়েছেন । 92502 জনকে দ্বিতীয় ডোজ এবং 2 লক্ষ 31 হাজার 477 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: যশের আগে ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ব্যান্ডেল চার্চ এলাকা
তবুও যেহেতু গ্রামীণ এলাকায় সংক্রমণ বেশি, তাই জেলার আধিকারিকরা বিভিন্ন ব্লক ও মহকুমাস্তরে গিয়ে কোভিডের কাজকর্ম ঘুরে দেখছেন । কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷