কোচবিহার, 17 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে শাসকদলের নেতাদের। এমন অভিযোগ উঠেছে ভূড়িভূড়ি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় (Nisith Pramanik's Father's Name in Pradhan Mantri Awas Yojana List) ৷ এমনই অভিযোগ ঘিরে হৈচৈ পড়ে গিয়েছে কোচবিহারে।
পুরো বিষয়টি নিয়ে শনিবার কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "নিশীথ প্রামাণিক এলাকার দাপুটে নেতা তথা মন্ত্রী ৷ আর সে কারণেই তাঁর বাবার নাম আবাস যোজনার তালিকায় রাখা হয়েছে।" যদিও এই বিষয়টি নজরে আসতেই সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম বাদ দিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা। পুরো বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব অবশ্য তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।
বাংলার গ্রামে বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) 2018 সালে তালিকা তৈরি করে সরকারি কর্মীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অনুমোদন দিতেই সেই তালিকার সমীক্ষার কাজ শুরু করেছেন আশা কর্মীরা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে জোড় বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে শাসকদলের নেতা ঘনিষ্ঠদের নামে ঘরের তালিকায় রয়েছে। অথচ প্রকৃত প্রাপক যারা, ঘরের তালিকায় নাম নেই তাঁদের। এ নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। তবে শনিবার বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
আরও পড়ুন: আবাস যোজনায় সরকারি ঘর না-পাওয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ
এদিন তিনি বলেন, "বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বরাদ্দ হয়েছে।"একজন কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নামে কী করে ঘর বরাদ্দ হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী প্রভাব খাটিয়ে কাজ করেছেন বলে তাঁর অভিযোগ। যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "তৃণমূলের নেতা-মন্ত্রীদের নামে ঘর বরাদ্দ হয়েছে। সেটা উঠে আসতেই এখন ষড়যন্ত্র করে বিজেপি নেতাদের নাম ঢোকানো হচ্ছে। এগুলো ভিত্তিহীন অভিযোগ।"