ETV Bharat / state

বেশি নমুনা পরীক্ষার জন্য কোচবিহার মেডিকেলে নতুুুন RT-PCR মেশিন

author img

By

Published : Aug 11, 2020, 11:30 AM IST

কোরোনা পরীক্ষা করার জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও একটি নতুন মেশিন প্রতিস্থাপন ৷ বিষয়টি নিয়ে কোচবিহার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুকুমার বসাক বলেন," জেলায় RT-PCR মেশিনের মাধ্যমে সোয়াবের নমুনা পরীক্ষা করছি। এছাড়া জেলায় র‍্যাপিড অ্যান্টিজ়েন টেস্টও হচ্ছে । আমরা আরও বেশি নমুনা পরীক্ষা করতে চাইছি । সেই কারণে স্বাস্থ্য দপ্তরের কাছে আরেকটি RT-PCR মেশিন চাওয়া হয়েছে ।"

কোচবিহার
বেশি সংখ্যক নমুনা পরীক্ষার জন্য কোচবিহার মেডিকেলে নতুুুন একটি RT-PCR মেশিন

কোচবিহার,11 অগাস্ট: কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে যাতে আরও বেশি সংখ্যক সোয়াবের নমুনা পরীক্ষা করা যায় সেজন্য আরও RT- PCR মেশিন আসতে চলেছে । সেইসঙ্গে আরও উন্নতমানের কিছু যন্ত্রপাতি ও মেশিন এখানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে । এরফলে একধাক্কায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বাড়বে বলে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের আশা । বিষয়টি নিয়ে কোচবিহার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুকুমার বসাক বলেন," জেলায় RT-PCR মেশিনের মাধ্যমে সোয়াবের নমুনা পরীক্ষা করছি। এছাড়া জেলায় র‍্যাপিড অ্যান্টিজ়েন টেস্টও হচ্ছে । আমরা আরও বেশি নমুনা পরীক্ষা করতে চাইছি । সেই কারণে স্বাস্থ্য দপ্তরের কাছে আরেকটি RT-PCR মেশিন চাওয়া হয়েছে ।"

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোরোনা পর্ব শুরুর পর থেকেই জেলায় সংগৃহীত সোয়াবের নমুনা উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হত । পরবর্তীতে কোচবিহার মেডিকেলে ট্রুম‍্যাট মেশিন বসানো হয় । কিন্তু তাতেও কাজ না হওয়ায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দেওয়া RT-PCR মেশিনে নমুনা পরীক্ষার কাজ শুরু করেও নানা জটিলতার কারণে আটকে যায় । এরইমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি RT-PCR মেশিন চলে আসায় জোরকদমে পরীক্ষা শুরু হয় । তবুও দেখা যায় জেলায় যে পরিমাণ সোয়াবের নমুনা সংগ্রহ হয় তার সবকটি কোচবিহার মেডিকেলে পরীক্ষা করা সম্ভব হচ্ছেনা । শনিবার পর্যন্ত জেলায় ৩০ হাজারের বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে । যারমধ‍্যে 29 হাজারের মত রিপোর্ট চলে এসেছে । প্রতিদিনই একাংশ নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের VRDL তে পাঠানো হচ্ছে । এতে সমস্যা হচ্ছে । রিপোর্ট আসতে দেরি হচ্ছে । এই সমস্যা মেটাতে কোচবিহার মেডিকেলে আরেকটি RT-PCR মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে । সেজন্য জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে আরেকটি RT-PCR মেশিন চেয়ে পাঠিয়েছেন । স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানান, "আশা করি খুব শীঘ্রই ওই মেশিন চলে আসবে ।"

কোচবিহার,11 অগাস্ট: কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে যাতে আরও বেশি সংখ্যক সোয়াবের নমুনা পরীক্ষা করা যায় সেজন্য আরও RT- PCR মেশিন আসতে চলেছে । সেইসঙ্গে আরও উন্নতমানের কিছু যন্ত্রপাতি ও মেশিন এখানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে । এরফলে একধাক্কায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বাড়বে বলে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের আশা । বিষয়টি নিয়ে কোচবিহার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুকুমার বসাক বলেন," জেলায় RT-PCR মেশিনের মাধ্যমে সোয়াবের নমুনা পরীক্ষা করছি। এছাড়া জেলায় র‍্যাপিড অ্যান্টিজ়েন টেস্টও হচ্ছে । আমরা আরও বেশি নমুনা পরীক্ষা করতে চাইছি । সেই কারণে স্বাস্থ্য দপ্তরের কাছে আরেকটি RT-PCR মেশিন চাওয়া হয়েছে ।"

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোরোনা পর্ব শুরুর পর থেকেই জেলায় সংগৃহীত সোয়াবের নমুনা উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হত । পরবর্তীতে কোচবিহার মেডিকেলে ট্রুম‍্যাট মেশিন বসানো হয় । কিন্তু তাতেও কাজ না হওয়ায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দেওয়া RT-PCR মেশিনে নমুনা পরীক্ষার কাজ শুরু করেও নানা জটিলতার কারণে আটকে যায় । এরইমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি RT-PCR মেশিন চলে আসায় জোরকদমে পরীক্ষা শুরু হয় । তবুও দেখা যায় জেলায় যে পরিমাণ সোয়াবের নমুনা সংগ্রহ হয় তার সবকটি কোচবিহার মেডিকেলে পরীক্ষা করা সম্ভব হচ্ছেনা । শনিবার পর্যন্ত জেলায় ৩০ হাজারের বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে । যারমধ‍্যে 29 হাজারের মত রিপোর্ট চলে এসেছে । প্রতিদিনই একাংশ নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের VRDL তে পাঠানো হচ্ছে । এতে সমস্যা হচ্ছে । রিপোর্ট আসতে দেরি হচ্ছে । এই সমস্যা মেটাতে কোচবিহার মেডিকেলে আরেকটি RT-PCR মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে । সেজন্য জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে আরেকটি RT-PCR মেশিন চেয়ে পাঠিয়েছেন । স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানান, "আশা করি খুব শীঘ্রই ওই মেশিন চলে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.