কোচবিহার, 28 মে : কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া শিশুদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন বা এনসিপিসিআর ৷ এ নিয়ে কড়া পদক্ষেপ করতে জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়েছে কমিশন ৷ প্রসঙ্গত, গত 4 মে কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, ভোট পরবর্তী হিংসায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তরফে হুমকি দেওয়া হয়েছে কোচবিহারের বহু মানুষকে ৷ যে হুমকির শিকার হয়েছে শিশুরাও ৷ পরিবার সহ তাদের বাসস্থান ছেড়ে চলে যেতে হয়েছে ৷ তাই জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে জেলা প্রশাসনকে দ্রুত পরিবারগুলিকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়েছে ৷
চিঠিতে আরও বলা হয়েছে, কমিশনের কাছে থাকা তথ্য অনুযায়ী, প্রতিবেশী রাজ্য অসমে তিনটি অস্থায়ী শিবিরে ওই শিশুরা তাদের পরিবারের সঙ্গে আশ্রয় নিয়েছে । তথ্য অনুযায়ী প্রায় 42 জন শিশু সেখানে রয়েছে ৷ গত 16 মে তাদের বিবৃতি রেকর্ড করা হয়েছে কমিশনের তরফে ৷ পুলিশ সুপারকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, হিংসার ঘটনায় এবং ঘরছাড়ার আতঙ্কে ওই শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে ৷ তাঁদের বিকাশের ক্ষেত্রে এর প্রভাব পড়বে ৷ এমনকি তাদের স্কুলের বই, ব্যাগ ও ঠিকঠাক জামাকাপড় পর্যন্ত নেই ৷ অনেকেই তাদের বাবা অথবা মা-কে হারিয়েছে ৷ এই পরিস্থিতিতে ওই শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে ৷
-
In a letter to SP of Cooch Behar, K. Kannan, the @NCPCR_ has requested proper inquiry & an FIR against accused persons involved in post-poll violence against children, on the basis of recorded statements of minor victims.@KanoongoPriyank pic.twitter.com/Z2Z8o4g6qo
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) May 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In a letter to SP of Cooch Behar, K. Kannan, the @NCPCR_ has requested proper inquiry & an FIR against accused persons involved in post-poll violence against children, on the basis of recorded statements of minor victims.@KanoongoPriyank pic.twitter.com/Z2Z8o4g6qo
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) May 27, 2021In a letter to SP of Cooch Behar, K. Kannan, the @NCPCR_ has requested proper inquiry & an FIR against accused persons involved in post-poll violence against children, on the basis of recorded statements of minor victims.@KanoongoPriyank pic.twitter.com/Z2Z8o4g6qo
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) May 27, 2021
আরও পড়ুন : মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে কান ধরে ওঠবস, অভিযুক্ত তৃণমূল
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, ওই শিশুরা হুমকি, নির্যাতন, জোর করে ঘরছাড়া করানোর মতো ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে ৷ এই সব ঘটনা তাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করেছে বলেও কমিশন ওই চিঠিতে উল্লেখ করেছে ৷