ETV Bharat / state

AC Bus Service: ফের এসি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি - এনবিএসটিসি

আবারও এসি বাস পরিষেবা (AC Bus Service) চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) ৷ এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ৷

NBSTC to resume AC Bus Service after three years
AC Bus Service: ফের এসি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি
author img

By

Published : Oct 29, 2022, 4:40 PM IST

কোচবিহার, 29 অক্টোবর: শীঘ্রই ফের বাতানুকূল বাস পরিষেবা (AC Bus Service) চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি (NBSTC) ৷ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আগে এনবিএসটিসি 14টি এসি বাস চালালেও বেশ কিছু সমস্যার জেরে সেই বাসগুলি বন্ধ হয়ে যায় ৷ আমরা সেই পরিষেবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি ৷ নতুন করে পুরনো রুটগুলিতেই ধাপে ধাপে ফের এসি বাস চালু করা হবে ৷ কারণ, বর্তমানে এসি বাসের চাহিদা বেড়েছে ৷"

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, আগে কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-কলকাতা, রায়গঞ্জ-শিলিগুড়ি-সহ বিভিন্ন রুটে সংশ্লিষ্ট 14টি এসি বাস চলাচল করত ৷ কিন্তু বছর তিনেক হল সেই বাসগুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ এর পিছনে নানা কারণ রয়েছে ৷ প্রথমত, এই বাসগুলির ভাড়া বেশি হওয়ায় আশানুরূপ যাত্রী পাওয়া যাচ্ছিল না ৷ ফলে বাস চালিয়ে লোকসান বাড়ছিল সংস্থার ৷ দ্বিতীয়ত, রক্ষণাবেক্ষণের অভাবে কয়েকটি বাস খারাপ হয়ে যায় ৷ সেগুলি এর আগে সারানোর ব্যবস্থা করা হয়নি ৷ তৃতীয়ত, করোনাকালে দীর্ঘদিন লকডাউন চলে ৷ তার জেরেও যাত্রী পরিষেবা ব্যাহত হয় ৷ কিন্তু, এবার সেই পরিষেবা পুরোদস্তুর ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ভারত-নেপাল বাস পরিষেবা শুরু, খুশি দুই দেশের মানুষ

চেয়ারম্য়ান জানিয়েছেন, প্রথম ধাপে শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও রাজগঞ্জ-শিলিগুড়ির মধ্যে এই এসি বাসগুলি চলাচল করবে ৷ এমনকী, পরবর্তীতে অন্যান্য রুটেও এই বাস পরিষেবা ফের শুরু করা হবে ৷ ধাপে ধাপে বাড়ানো হবে বাস এবং রুটের সংখ্যা ৷

এসি বাস পরিষেবা চালু

পাশাপাশি, চেয়ারম্যান জানান, আগে বেশ কিছু রুটে রকেট বাস পরিষেবা দেওয়া হত ৷ সেগুলিও পরে বন্ধ হয়ে যায় ৷ কিন্তু, রকেট বাসের চাহিদা রয়েছে ৷ বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা এই পরিষেবা অত্যন্ত পছন্দ করেন ৷ তাছাড়া, এখন রাস্তাঘাটের হালও ফিরেছে ৷ তাই এসি বাসের পাশাপাশি রকেট বাসও ফের চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ ৷

এছাড়াও, পুজোর আগে 'সবুজের পথে হাতছানি' প্রকল্পের আওতায় বাসে করে ভ্রমণের প্য়াকেজ শুরু করা হয়েছিল ৷ তাতে ভালো সাড়া পাওয়া গিয়েছে ৷ ইতিমধ্যেই কোচবিহার ও জলপাইগুড়িতে অনেকগুলি 'ট্রিপ' করা হয়েছে ৷ সামনেই পর্যটনের মরশুম ৷ তাই আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ ৷ তাদের আশা, এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে সংস্থার আয় অনেকটাই বাড়বে ৷

কোচবিহার, 29 অক্টোবর: শীঘ্রই ফের বাতানুকূল বাস পরিষেবা (AC Bus Service) চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি (NBSTC) ৷ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আগে এনবিএসটিসি 14টি এসি বাস চালালেও বেশ কিছু সমস্যার জেরে সেই বাসগুলি বন্ধ হয়ে যায় ৷ আমরা সেই পরিষেবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি ৷ নতুন করে পুরনো রুটগুলিতেই ধাপে ধাপে ফের এসি বাস চালু করা হবে ৷ কারণ, বর্তমানে এসি বাসের চাহিদা বেড়েছে ৷"

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, আগে কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-কলকাতা, রায়গঞ্জ-শিলিগুড়ি-সহ বিভিন্ন রুটে সংশ্লিষ্ট 14টি এসি বাস চলাচল করত ৷ কিন্তু বছর তিনেক হল সেই বাসগুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ এর পিছনে নানা কারণ রয়েছে ৷ প্রথমত, এই বাসগুলির ভাড়া বেশি হওয়ায় আশানুরূপ যাত্রী পাওয়া যাচ্ছিল না ৷ ফলে বাস চালিয়ে লোকসান বাড়ছিল সংস্থার ৷ দ্বিতীয়ত, রক্ষণাবেক্ষণের অভাবে কয়েকটি বাস খারাপ হয়ে যায় ৷ সেগুলি এর আগে সারানোর ব্যবস্থা করা হয়নি ৷ তৃতীয়ত, করোনাকালে দীর্ঘদিন লকডাউন চলে ৷ তার জেরেও যাত্রী পরিষেবা ব্যাহত হয় ৷ কিন্তু, এবার সেই পরিষেবা পুরোদস্তুর ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ভারত-নেপাল বাস পরিষেবা শুরু, খুশি দুই দেশের মানুষ

চেয়ারম্য়ান জানিয়েছেন, প্রথম ধাপে শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও রাজগঞ্জ-শিলিগুড়ির মধ্যে এই এসি বাসগুলি চলাচল করবে ৷ এমনকী, পরবর্তীতে অন্যান্য রুটেও এই বাস পরিষেবা ফের শুরু করা হবে ৷ ধাপে ধাপে বাড়ানো হবে বাস এবং রুটের সংখ্যা ৷

এসি বাস পরিষেবা চালু

পাশাপাশি, চেয়ারম্যান জানান, আগে বেশ কিছু রুটে রকেট বাস পরিষেবা দেওয়া হত ৷ সেগুলিও পরে বন্ধ হয়ে যায় ৷ কিন্তু, রকেট বাসের চাহিদা রয়েছে ৷ বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা এই পরিষেবা অত্যন্ত পছন্দ করেন ৷ তাছাড়া, এখন রাস্তাঘাটের হালও ফিরেছে ৷ তাই এসি বাসের পাশাপাশি রকেট বাসও ফের চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ ৷

এছাড়াও, পুজোর আগে 'সবুজের পথে হাতছানি' প্রকল্পের আওতায় বাসে করে ভ্রমণের প্য়াকেজ শুরু করা হয়েছিল ৷ তাতে ভালো সাড়া পাওয়া গিয়েছে ৷ ইতিমধ্যেই কোচবিহার ও জলপাইগুড়িতে অনেকগুলি 'ট্রিপ' করা হয়েছে ৷ সামনেই পর্যটনের মরশুম ৷ তাই আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ ৷ তাদের আশা, এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে সংস্থার আয় অনেকটাই বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.