ETV Bharat / state

CoochBihar Murder Case: শাশুড়িকে গলা কেটে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

শাশুড়িকে গলা কেটে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে । কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার ঘটনা । ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য (CoochBehar Murder Case) ।

CoochBihar Murder Case
শাশুড়িকে গলা কেটে খুন জামাইয়ের
author img

By

Published : Mar 11, 2022, 5:28 PM IST

কোচবিহার, 11 মার্চ: শাশুড়ির গলা কেটে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ছাঁট সিঙ্গিমারি এলাকায় । মৃত বৃদ্ধার নাম বদি ওরাওঁ (80)। অভিযুক্ত জামাই দিলীপ ওরাওঁকে গ্রেফতার করেছে পুলিশ (CoochBihar Murder Case)।

আরও পড়ুন: Haridevpur Murder Case : হরিদেবপুর খুনের ঘটনায় গ্রেফতার আরও এক

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে পুটিমারি বক্সিবস গ্রামের ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়ি ছাঁট সিঙ্গিমাতি গিয়েছিলেন । তিনি মেয়ের বাড়িতেই থাকতেন । তা নিয়েই মেয়ে ও জামাইয়ের মধ্যে অশান্তি হয় । বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে অভিযুক্ত জামাই দিলীপ । সেই সময় বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধা ।

অভিযোগ, ঘরে ঢুকেই খুকড়ি দিয়ে শাশুড়ির উপর চড়াও হয়ে গলা কেটে খুন করে দিলীপ । তার স্ত্রীর চিৎকার করলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি । শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে বৃদ্ধার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ । এরপর তল্লাশি চালিয়ে ওই গ্রাম থেকেই অভিযুক্ত দিলীপ ওরাওঁকে গ্রেফতার করে পুলিশ । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানিরাজ বলেন, "বৃদ্ধা খুনের ঘটনায় অভিযুক্ত বৃদ্ধার জামাইকে গ্রেফতার করা হয়েছে (Mother-in-law Murder By Son-in-law)।

কোচবিহার, 11 মার্চ: শাশুড়ির গলা কেটে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ছাঁট সিঙ্গিমারি এলাকায় । মৃত বৃদ্ধার নাম বদি ওরাওঁ (80)। অভিযুক্ত জামাই দিলীপ ওরাওঁকে গ্রেফতার করেছে পুলিশ (CoochBihar Murder Case)।

আরও পড়ুন: Haridevpur Murder Case : হরিদেবপুর খুনের ঘটনায় গ্রেফতার আরও এক

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে পুটিমারি বক্সিবস গ্রামের ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়ি ছাঁট সিঙ্গিমাতি গিয়েছিলেন । তিনি মেয়ের বাড়িতেই থাকতেন । তা নিয়েই মেয়ে ও জামাইয়ের মধ্যে অশান্তি হয় । বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে অভিযুক্ত জামাই দিলীপ । সেই সময় বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধা ।

অভিযোগ, ঘরে ঢুকেই খুকড়ি দিয়ে শাশুড়ির উপর চড়াও হয়ে গলা কেটে খুন করে দিলীপ । তার স্ত্রীর চিৎকার করলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি । শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে বৃদ্ধার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ । এরপর তল্লাশি চালিয়ে ওই গ্রাম থেকেই অভিযুক্ত দিলীপ ওরাওঁকে গ্রেফতার করে পুলিশ । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানিরাজ বলেন, "বৃদ্ধা খুনের ঘটনায় অভিযুক্ত বৃদ্ধার জামাইকে গ্রেফতার করা হয়েছে (Mother-in-law Murder By Son-in-law)।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.