ETV Bharat / state

Mother Extramarital Affair: বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় মেয়েকে পিটিয়ে খুন মা ও প্রেমিকের

author img

By

Published : Mar 15, 2023, 10:00 PM IST

Updated : Mar 15, 2023, 10:06 PM IST

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে মা ৷ এই কথা জানতে পেরে যাওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে মেয়েকে পিটিয়ে মারলেন মহিলা (Murder for Extramarital Affair) ৷

Etv Bharat
মেখলিগঞ্জ থানা

কোচবিহার, 15 মার্চ: বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলেছিল মেয়ে ৷ সেটাই ছিল তার অপরাধ ৷ পথের কাঁটা সরিয়ে ফেলতে প্রেমিকের সহযোগিতায় মেয়েকে খুন করার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে । কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অর্পিতা মল্লিক (23)। বুধবার মৃতার কাকা বিমল মল্লিক মেখলিগঞ্জ থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন । এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মা ও তাঁর প্রেমিক ৷

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট থানা এলাকার বাসিন্দা সামসের আলমের সঙ্গে দুর্গা মল্লিকের দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ । অর্পিতাদের বাড়িতেই ভাড়াটিয়া হিসাবে থাকতেন সামসের । বিভিন্ন সময়ে টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতেন । আর এই সুযোগে অর্পিতার মায়ের সঙ্গে সামসের আলমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । সম্প্রতি বিষয়টি জানতে পারে অর্পিতা । এরপরই তাকে খুনের ছক কষে মা (Mother and Her Boyfriend Beat Daughter)৷

সোমবার বিকেলে অর্পিতার বাবা বলরাম মল্লিক বাড়িতে ছিলেন না ৷ বিমলবাবু তাঁর দাদার বাড়িতে হঠাৎ চিৎকার শুনতে পান। এরপর সেখানে গিয়ে দেখেন, তাঁর বৌদি দুর্গা মল্লিক এবং সামসের আলম নামে এক ব্যক্তি মিলে অর্পিতাকে শাল কাঠের বাটাম দিয়ে মারধর করছেন । আর ভাইঝি অর্পিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । ওই তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরাও সেখানে আসেন । তাঁদের সহযোগিতায় অর্পিতাকে চিকিৎসার জন্য দ্রুত চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয় । তবে তাতেও বাঁচানো যায়নি তাকে ৷ মঙ্গলবার শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অর্পিতার । মায়ের সম্পর্ক জেনে ফেলাতেই এইভাবে পিটিয়ে মারা হল তাকে ৷ এমনই দাবি মৃতার কাকা-সহ স্থানীয় বাসিন্দাদের । এই খবর চাউর হতেই গ্রামে শোরগোল পড়ে গিয়েছে । ঘটনার তদন্তে নেমেছে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

আরও পড়ুন : বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে সন্তানকে 'খুন' করল মা, গ্রেফতার প্রেমিকও

কোচবিহার, 15 মার্চ: বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলেছিল মেয়ে ৷ সেটাই ছিল তার অপরাধ ৷ পথের কাঁটা সরিয়ে ফেলতে প্রেমিকের সহযোগিতায় মেয়েকে খুন করার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে । কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অর্পিতা মল্লিক (23)। বুধবার মৃতার কাকা বিমল মল্লিক মেখলিগঞ্জ থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন । এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মা ও তাঁর প্রেমিক ৷

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট থানা এলাকার বাসিন্দা সামসের আলমের সঙ্গে দুর্গা মল্লিকের দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ । অর্পিতাদের বাড়িতেই ভাড়াটিয়া হিসাবে থাকতেন সামসের । বিভিন্ন সময়ে টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতেন । আর এই সুযোগে অর্পিতার মায়ের সঙ্গে সামসের আলমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । সম্প্রতি বিষয়টি জানতে পারে অর্পিতা । এরপরই তাকে খুনের ছক কষে মা (Mother and Her Boyfriend Beat Daughter)৷

সোমবার বিকেলে অর্পিতার বাবা বলরাম মল্লিক বাড়িতে ছিলেন না ৷ বিমলবাবু তাঁর দাদার বাড়িতে হঠাৎ চিৎকার শুনতে পান। এরপর সেখানে গিয়ে দেখেন, তাঁর বৌদি দুর্গা মল্লিক এবং সামসের আলম নামে এক ব্যক্তি মিলে অর্পিতাকে শাল কাঠের বাটাম দিয়ে মারধর করছেন । আর ভাইঝি অর্পিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । ওই তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরাও সেখানে আসেন । তাঁদের সহযোগিতায় অর্পিতাকে চিকিৎসার জন্য দ্রুত চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয় । তবে তাতেও বাঁচানো যায়নি তাকে ৷ মঙ্গলবার শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অর্পিতার । মায়ের সম্পর্ক জেনে ফেলাতেই এইভাবে পিটিয়ে মারা হল তাকে ৷ এমনই দাবি মৃতার কাকা-সহ স্থানীয় বাসিন্দাদের । এই খবর চাউর হতেই গ্রামে শোরগোল পড়ে গিয়েছে । ঘটনার তদন্তে নেমেছে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

আরও পড়ুন : বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে সন্তানকে 'খুন' করল মা, গ্রেফতার প্রেমিকও

Last Updated : Mar 15, 2023, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.