ETV Bharat / state

30 হাজারের বেশি শ্রমিককে বাড়ি পৌঁছে দিয়েছে NBSTC - জেলায় ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)-র দু'হাজারেরও বেশি গাড়ি শ্রমিকদের ফেরানো কাজ করছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 25, 2020, 10:10 PM IST

কোচবিহার, 25 মে : দেশজুড়ে ক্রমবর্ধমান সংক্রমণের জেরে চতুর্থ দফায় বেড়েছে লকডাউনের সময়সীমা । ইতিমধ্য়েই দেশের নানা প্রান্ত থেকে ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ চলছে । এই পরিস্থিতিতে 30 হাজারের বেশি শ্রমিককে বাড়ি পৌঁছে দিল NBSTC ।

25 মার্চ থেকে লকডাউন ঘোষণা হয় দেশজুড়ে । বন্ধ হয়ে যায় সমস্ত পরিবহন পরিষেবা । আর এর জেরে রাজ‍্যের বিভিন্ন হিমঘরে, ইটভাটায় কাজ করতে গিয়ে অন্যান্য জেলার শ্রমিকরা আটকে পড়েন। ধীরে ধীরে কাজ বন্ধ হয় । রুজি রোজগার বন্ধ হয়ে যায়। এই এলাকাগুলিতে থাকার ক্ষেত্রেও প্রবল সমস্য়া দেখা দিয়েছিল । এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের নিজের জেলায় পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। গত দেড় মাসে 30 হাজারের বেশি শ্রমিককে বিভিন্ন জেলা থেকে তাদের নিজস্ব জেলায় পৌছে দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)-র দু'হাজারেরও বেশি গাড়ি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

NBSTC-র আধিকারিকরা জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম ও প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে বাসগুলি যাতায়াত করছে । বাসকর্মীরা যাতে PPE কিট পরে পরিবহনের সমস্ত কাজকর্ম করেন, সেদিকেও নজর রাখা হচ্ছে । NBSTC-র ম‍্যানেজিং ডিরেক্টর সন্দীপ দত্ত বলেন, "কোরোনা পরিস্থিতিতে নানা জেলা থেকে শ্রমিকদের নিজস্ব জেলায় নিয়ে যাওয়ার কাজ চলছে। সাধ‍্যমতো চেষ্টা চালানো হচ্ছে। এপর্যন্ত 30 হাজারেরও বেশি শ্রমিক নিজেদের জেলায় পৌঁছে গেছে ।"

কোচবিহার, 25 মে : দেশজুড়ে ক্রমবর্ধমান সংক্রমণের জেরে চতুর্থ দফায় বেড়েছে লকডাউনের সময়সীমা । ইতিমধ্য়েই দেশের নানা প্রান্ত থেকে ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ চলছে । এই পরিস্থিতিতে 30 হাজারের বেশি শ্রমিককে বাড়ি পৌঁছে দিল NBSTC ।

25 মার্চ থেকে লকডাউন ঘোষণা হয় দেশজুড়ে । বন্ধ হয়ে যায় সমস্ত পরিবহন পরিষেবা । আর এর জেরে রাজ‍্যের বিভিন্ন হিমঘরে, ইটভাটায় কাজ করতে গিয়ে অন্যান্য জেলার শ্রমিকরা আটকে পড়েন। ধীরে ধীরে কাজ বন্ধ হয় । রুজি রোজগার বন্ধ হয়ে যায়। এই এলাকাগুলিতে থাকার ক্ষেত্রেও প্রবল সমস্য়া দেখা দিয়েছিল । এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের নিজের জেলায় পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। গত দেড় মাসে 30 হাজারের বেশি শ্রমিককে বিভিন্ন জেলা থেকে তাদের নিজস্ব জেলায় পৌছে দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)-র দু'হাজারেরও বেশি গাড়ি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

NBSTC-র আধিকারিকরা জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম ও প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে বাসগুলি যাতায়াত করছে । বাসকর্মীরা যাতে PPE কিট পরে পরিবহনের সমস্ত কাজকর্ম করেন, সেদিকেও নজর রাখা হচ্ছে । NBSTC-র ম‍্যানেজিং ডিরেক্টর সন্দীপ দত্ত বলেন, "কোরোনা পরিস্থিতিতে নানা জেলা থেকে শ্রমিকদের নিজস্ব জেলায় নিয়ে যাওয়ার কাজ চলছে। সাধ‍্যমতো চেষ্টা চালানো হচ্ছে। এপর্যন্ত 30 হাজারেরও বেশি শ্রমিক নিজেদের জেলায় পৌঁছে গেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.