ETV Bharat / state

Minor couple Died by Suicide : প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, কোচবিহারে আত্মঘাতী নাবালক যুগল - Minor couple Died by Suicide

বাড়িতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় একসঙ্গে আত্মঘাতী হল দুই নাবালক প্রেমিক-প্রেমিকা (Two minor together died by suicide in Cooch Behar) ৷ ঘটনাটি মাথাভাঙা -1 নং ব্লকের ইচ্ছাগঞ্জ এলাকার ৷ ছেলেটি কলেজ পড়ুয়া ও মেয়েটি মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা গিয়েছে ৷

Two Minor dies by suicide in Cooch Behar
Minor Dies
author img

By

Published : Apr 24, 2022, 1:53 PM IST

কোচবিহার, 24 এপ্রিল : প্রেমের সম্পর্ক প্রায় অনেক দিনের, কিন্তু তা আর পরিণতি পেল না ৷ তার আগেই আত্মঘাতী হলেন কোচবিহারের দুই নাবালক প্রেমিক-প্রেমিকা (Minor couple Died by Suicide) ৷ ঘটনাটি মাথাভাঙা - 1 নং ব্লকের ইচ্ছাগঞ্জ এলাকার ।

জানা গিয়েছে, একই গ্রামের কলেজ পড়ুয়া অলোক বর্মনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাখি বর্মনের । তবে দুজনই নাবালক হওয়ায় তাঁদের বিয়ে দিতে রাজি হননি পরিবারের সদস্যরা (Family not accepted love affairs two minor died by suicide)। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তিও চলছিল । মাঝে মধ্যে বচসাও হত । কিন্তু ওই দুই তরুণ তরুণী বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় । এর ফলে গ্রামে ঝামেলাও হয় । এরপর শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে দুজনে বের হয় । রবিবার একই দড়িতে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ।

এ দিন ইচ্ছাগঞ্জ সংলগ্ন এলাকায় একটি বাগানের গাছে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । দুটি অল্পবয়সি ছেলে-মেয়ের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন : Minor Abuse at Santipur : মামির হাতে আক্রান্ত নাবালিকা, বাঁচাতে গিয়ে মার খেলেন মা

কোচবিহার, 24 এপ্রিল : প্রেমের সম্পর্ক প্রায় অনেক দিনের, কিন্তু তা আর পরিণতি পেল না ৷ তার আগেই আত্মঘাতী হলেন কোচবিহারের দুই নাবালক প্রেমিক-প্রেমিকা (Minor couple Died by Suicide) ৷ ঘটনাটি মাথাভাঙা - 1 নং ব্লকের ইচ্ছাগঞ্জ এলাকার ।

জানা গিয়েছে, একই গ্রামের কলেজ পড়ুয়া অলোক বর্মনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাখি বর্মনের । তবে দুজনই নাবালক হওয়ায় তাঁদের বিয়ে দিতে রাজি হননি পরিবারের সদস্যরা (Family not accepted love affairs two minor died by suicide)। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তিও চলছিল । মাঝে মধ্যে বচসাও হত । কিন্তু ওই দুই তরুণ তরুণী বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় । এর ফলে গ্রামে ঝামেলাও হয় । এরপর শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে দুজনে বের হয় । রবিবার একই দড়িতে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ।

এ দিন ইচ্ছাগঞ্জ সংলগ্ন এলাকায় একটি বাগানের গাছে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । দুটি অল্পবয়সি ছেলে-মেয়ের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন : Minor Abuse at Santipur : মামির হাতে আক্রান্ত নাবালিকা, বাঁচাতে গিয়ে মার খেলেন মা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.