ETV Bharat / state

নায্য মূলে অমিল ধান, চাল কল কর্মচারীকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি মন্ত্রীর - Politics

বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জের কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে এই ঘটনা ঘটে ৷

রবীন্দ্রনাথ ঘোষ
রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : Dec 13, 2019, 1:20 AM IST

কোচবিহার, 13 ডিসেম্বর : নায্য মূল্যে ধান কেনার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে দেখেই চাল কলের এক কর্মচারীকে জেলে ঢুকিয়ে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জের কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে এই ঘটনা ঘটে ৷

এদিন তুফানগঞ্জ কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে ন্যায্য মূল্যে ধান কেনার কাজ চলছিল । ওই এলাকা দিয়ে যাওয়ার পথেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে ধান কেনার কাজ খতিয়ে দেখতে যান । সেসময় ধান বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে তিনি জানতে পারেন ধান কেনার ক্ষেত্রে ধান ভালো থাকা সত্ত্বেও চাল কল কর্তৃপক্ষ সমস্যা তৈরি করছে ৷ এতে কৃষকদের ক্ষতি হচ্ছে । এটা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

দেখুন ভিডিয়ো

ধান খারাপ না থাকা সত্ত্বেও প্রচুর ধান দেওয়া হচ্ছে বলেই অভিযোগ ৷ এরপরই ক্ষিপ্ত গিয়ে ওই চাল কলের কর্মচারীকে বলেন, জেলে ঢোকানোর কথা । ধান কেনার পরেও কৃষকদের ধানের রসিদ না দিয়ে কেন সেই ধান আগেই চাল কল কর্তৃপক্ষ ট্রাকে লোড করছে তা নিয়ে প্রশ্ন তোলেন ।

কোচবিহার, 13 ডিসেম্বর : নায্য মূল্যে ধান কেনার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে দেখেই চাল কলের এক কর্মচারীকে জেলে ঢুকিয়ে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জের কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে এই ঘটনা ঘটে ৷

এদিন তুফানগঞ্জ কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে ন্যায্য মূল্যে ধান কেনার কাজ চলছিল । ওই এলাকা দিয়ে যাওয়ার পথেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে ধান কেনার কাজ খতিয়ে দেখতে যান । সেসময় ধান বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে তিনি জানতে পারেন ধান কেনার ক্ষেত্রে ধান ভালো থাকা সত্ত্বেও চাল কল কর্তৃপক্ষ সমস্যা তৈরি করছে ৷ এতে কৃষকদের ক্ষতি হচ্ছে । এটা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

দেখুন ভিডিয়ো

ধান খারাপ না থাকা সত্ত্বেও প্রচুর ধান দেওয়া হচ্ছে বলেই অভিযোগ ৷ এরপরই ক্ষিপ্ত গিয়ে ওই চাল কলের কর্মচারীকে বলেন, জেলে ঢোকানোর কথা । ধান কেনার পরেও কৃষকদের ধানের রসিদ না দিয়ে কেন সেই ধান আগেই চাল কল কর্তৃপক্ষ ট্রাকে লোড করছে তা নিয়ে প্রশ্ন তোলেন ।

Intro:কোচবিহার: সুস্থ হয়ে ফের স্বমহিমায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ন্যায্য ম্যুলে ধান কেনার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে দেখেই রাইস মিলের এক কর্মচারীকে জেলে ঢোকানোর হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ এর কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে এই ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি নিয়ে পড়ে সংবাদমাধ্যমের সামনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী কিছু বলতে চাননি।
জানা গিয়েছে, এদিন তুফানগঞ্জ কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে ন্যায্য মূল্যে ধান কেনার কাজ চলছিল। ওই এলাকা দিয়ে যাওয়ার পথেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে ধান কেনার কাজ খতিয়ে দেখতে যান। সেসময় ধান বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে তিনি জানতে পারেন ধান কেনার ক্ষেত্রে ধান ভালো থাকা সত্ত্বেও রাইস মিল কতৃপক্ষ বেশি করে ধান বাদ দিয়ে দিচ্ছে৷ এতে কৃষকদের ক্ষতি হচ্ছে। এটা জানতে পেরেই ক্ষেপে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন যে ধান খারাপ না থাকা সত্ত্বেও কেন এত বাদ দেওয়া হচ্ছে। এরপরই ক্ষেপে গিয়ে ওই রাইস মিলের কর্মচারীকে বলেন পেটাতে পেটাতে হাত-পা বেঁধে জেলখানায় ঢুকিয়ে নিয়ে গিয়ে রাখবো। ধান কেনার পরেও কৃষকদের ধানের স্লিপ না দিয়ে কেন সেই ধান আগেই রাইস মিল কতৃপক্ষ ট্রাকে লোড করছে তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে তিনি সমস্ত ধান আনলোড করার নির্দেশ দেন। যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বলছেন শুনুন। # শুভঙ্কর সাহা। Body:wb_crb_02_rabindranath _ghosh_7205341Conclusion:wb_crb_02_rabindranath _ghosh_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.