কোচবিহার, 13 ডিসেম্বর : নায্য মূল্যে ধান কেনার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে দেখেই চাল কলের এক কর্মচারীকে জেলে ঢুকিয়ে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জের কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে এই ঘটনা ঘটে ৷
এদিন তুফানগঞ্জ কালিরহাট রেগুলেটেড মার্কেট কমিটিতে ন্যায্য মূল্যে ধান কেনার কাজ চলছিল । ওই এলাকা দিয়ে যাওয়ার পথেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে ধান কেনার কাজ খতিয়ে দেখতে যান । সেসময় ধান বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে তিনি জানতে পারেন ধান কেনার ক্ষেত্রে ধান ভালো থাকা সত্ত্বেও চাল কল কর্তৃপক্ষ সমস্যা তৈরি করছে ৷ এতে কৃষকদের ক্ষতি হচ্ছে । এটা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।
ধান খারাপ না থাকা সত্ত্বেও প্রচুর ধান দেওয়া হচ্ছে বলেই অভিযোগ ৷ এরপরই ক্ষিপ্ত গিয়ে ওই চাল কলের কর্মচারীকে বলেন, জেলে ঢোকানোর কথা । ধান কেনার পরেও কৃষকদের ধানের রসিদ না দিয়ে কেন সেই ধান আগেই চাল কল কর্তৃপক্ষ ট্রাকে লোড করছে তা নিয়ে প্রশ্ন তোলেন ।