কোচবিহার, 21 ফেব্রুয়ারি: ভোট মরশুমে প্রকল্প উদ্বোধনের ধুম পড়ে গিয়েছে কোচবিহারে ৷ রাজনৈতিক মহলের অনুমান, আগামী সপ্তাহেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে ৷ একইসঙ্গে চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি ৷ সেক্ষেত্রে সরকারের পক্ষে নতুন কোনও প্রকল্প ঘোষণা করা আর সম্ভব হবে না ৷ তাই হাতে যে ক’টা দিন রয়েছে, তার যথাসম্ভব সদ্ব্য়বহার করতে চান রাজনীতির কারবারিরা ৷ মানুষের মন পেতে তাই একের পর প্রকল্প উদ্বোধনের পালা চলছে ৷
রবিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুরে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনের পর তুফানগঞ্জের চিলাখানায় একটি পশু চিকিৎসালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয় ৷ রবিবার দুপুরে এই ভবনের উদ্বোধন করেন মন্ত্রী নিজেই ৷
আরও পড়ুন: রাসবিহারী কেন্দ্রে মা ক্যান্টিনের উদ্বোধন
রাজ্য প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে 1 কোটি 25 লাখ টাকা খরচ করে নতুন এই ভবনটি তৈরি করা হয়েছে ৷ সূত্রের খবর, চিলাখানা এলাকায় পশু চিকিৎসালয় থাকলেও পরিকাঠামো ভাল ছিল না। ফলে গরু, ছাগল-সহ বিভিন্ন গবাদি পশুর চিকিৎসা করাতে হয়রান হতে হত আমজনতাকে ৷ পরিকাঠামো ঠিকঠাক না হওয়ায় চিকিৎসকও নিয়মিত আসতেন না বলে অভিযোগ।
এদিন দোতলা এই নতুন চিকিৎসালয়টি চালু হওয়ায় অনেকটাই সুবিধা হবে বলে মত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, জেলাপরিষদের সহকারী সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া-সহ অন্যরা ৷