কোচবিহার, 28 নভেম্বর : হাসপাতালের গুনগত মান নিয়ে সন্তুষ্ট । তবে, মেডিকেল কলেজের পরিকাঠামোর ক্ষেত্রে উন্নতি আনার আরও সুযোগ রয়েছে । গতকাল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের পর এমনই জানালেন MCI(মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া)-র সদস্যরা । আজও MCI-র সদস্যরা হাসপাতালে আসবেন বলে খবর । মূলত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতেই আজ তাঁরা আসবেন ।
দেড বছর আগে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হয় । কোচবিহার MJN হাসপাতালের পরিবর্তন করে তৈরি হয় এই মেডিকেল কলেজ ও হাসপাতালের । আর কোচবিহার যুব আবাসে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের পড়ুয়াদের পঠনপাঠন শুরু হয় । আগামী শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের জন্য এই মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীরা ভরতি হবে । তার আগে তাই মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন MCI-র তিন সদস্য দল ।
MCI-র সদস্য দলে ছিলেন শৈলেশ কুমার নাগর, সত্যেন এস ভি, রমা রমন মহান্তি । পরিদর্শনে এসে তাঁরা হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া দেন । কিন্তু কলেজের ছাত্রাবাস ও নতুন ভবন তৈরির কাজ এখনও অসম্পন্ন থাকায় কলেজের পরিকাঠামো নিয়ে তাঁরা খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন । এই মেডিকেল কলেজের MSVP ডাঃ রাজীব প্রসাদ বলেন, "MCI-র প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শন করেছেন । তাঁদের রিপোর্ট অনুযায়ী যদি হাসপাতালের কোনও সমস্যা থাকে তাহলে তা আমরা সংশোধন করে নেব ।"