ETV Bharat / state

কোচবিহার মেডিকেল কলেজের পরিকাঠামো নিয়ে অসন্তুষ্ট MCI-র সদস্য দল

হাসপাতালের পরিকাঠামো সন্তোষজনক । তবে, মেডিকেল কলেজের পরিকাঠামো ততটাও ভালো নয় । কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে জানালেন MCI-র প্রতিনিধি দল ।

MCI
হাসপাতাল পরিদর্শন করে বেরোচ্ছেন MCI-র সদস্যরা
author img

By

Published : Nov 28, 2019, 4:40 AM IST

কোচবিহার, 28 নভেম্বর : হাসপাতালের গুনগত মান নিয়ে সন্তুষ্ট । তবে, মেডিকেল কলেজের পরিকাঠামোর ক্ষেত্রে উন্নতি আনার আরও সুযোগ রয়েছে । গতকাল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের পর এমনই জানালেন MCI(মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া)-র সদস্যরা । আজও MCI-র সদস্যরা হাসপাতালে আসবেন বলে খবর । মূলত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতেই আজ তাঁরা আসবেন ।

দেড বছর আগে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হয় । কোচবিহার MJN হাসপাতালের পরিবর্তন করে তৈরি হয় এই মেডিকেল কলেজ ও হাসপাতালের । আর কোচবিহার যুব আবাসে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের পড়ুয়াদের পঠনপাঠন শুরু হয় । আগামী শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের জন্য এই মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীরা ভরতি হবে । তার আগে তাই মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন MCI-র তিন সদস্য দল ।

MCI-র সদস্য দলে ছিলেন শৈলেশ কুমার নাগর, সত্যেন এস ভি, রমা রমন মহান্তি । পরিদর্শনে এসে তাঁরা হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া দেন । কিন্তু কলেজের ছাত্রাবাস ও নতুন ভবন তৈরির কাজ এখনও অসম্পন্ন থাকায় কলেজের পরিকাঠামো নিয়ে তাঁরা খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন । এই মেডিকেল কলেজের MSVP ডাঃ রাজীব প্রসাদ বলেন, "MCI-র প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শন করেছেন । তাঁদের রিপোর্ট অনুযায়ী যদি হাসপাতালের কোনও সমস্যা থাকে তাহলে তা আমরা সংশোধন করে নেব ।"

কোচবিহার, 28 নভেম্বর : হাসপাতালের গুনগত মান নিয়ে সন্তুষ্ট । তবে, মেডিকেল কলেজের পরিকাঠামোর ক্ষেত্রে উন্নতি আনার আরও সুযোগ রয়েছে । গতকাল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের পর এমনই জানালেন MCI(মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া)-র সদস্যরা । আজও MCI-র সদস্যরা হাসপাতালে আসবেন বলে খবর । মূলত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতেই আজ তাঁরা আসবেন ।

দেড বছর আগে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হয় । কোচবিহার MJN হাসপাতালের পরিবর্তন করে তৈরি হয় এই মেডিকেল কলেজ ও হাসপাতালের । আর কোচবিহার যুব আবাসে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের পড়ুয়াদের পঠনপাঠন শুরু হয় । আগামী শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের জন্য এই মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীরা ভরতি হবে । তার আগে তাই মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন MCI-র তিন সদস্য দল ।

MCI-র সদস্য দলে ছিলেন শৈলেশ কুমার নাগর, সত্যেন এস ভি, রমা রমন মহান্তি । পরিদর্শনে এসে তাঁরা হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া দেন । কিন্তু কলেজের ছাত্রাবাস ও নতুন ভবন তৈরির কাজ এখনও অসম্পন্ন থাকায় কলেজের পরিকাঠামো নিয়ে তাঁরা খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন । এই মেডিকেল কলেজের MSVP ডাঃ রাজীব প্রসাদ বলেন, "MCI-র প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শন করেছেন । তাঁদের রিপোর্ট অনুযায়ী যদি হাসপাতালের কোনও সমস্যা থাকে তাহলে তা আমরা সংশোধন করে নেব ।"

Intro:

কোচবিহারঃ হাসপাতালের গুনগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও মেডিকেল কলেজের গুনগত মান নিয়ে প্রশ্ন তুললেন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার ( এম সি আই) -র সদস্যরা। বুধবার কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের পর এমনটাই জানালেন তারা। আগামী কালও তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখবেন তারা।

জানা গিয়েছে, বছর দেড়েক আগে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ চালু হয়। কোচবিহার এম যে এন হাসপাতালকে উন্নীত করে হাসপাতাল এবং কোচবিহার যুব আবাসে অস্থায়ীভাবে কলেজের পাঠন পাঠন শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের জন্য ছাত্রছাত্রীরা ভরতি হবে। এরপর জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজে উত্তীর্ণ হওয়ার পর এই প্রথম এমসিআই এর তিন সদস্য মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলে ছিলেন শৈলেশ কুমার নাগর, সত্যেন এস ভি, রমা রমন মহান্তি। যদিও হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট হলেও কলেজের পরিকাঠামো নিয়ে কিছুটা অসন্তুষ্ট হয়েছে এমসিআই। মেডিকেল কলেজের ছাত্রাবাস এখনও তৈরি হয়নি। কলেজের নতুন ভবন তৈরির কাজও অসম্পন্ন। এমএসভিপি ডা: রাজীব প্রসাদ বলেন, 'এমসিআইয়ের প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শন করছেন। তাদের রিপোর্ট অনুযায়ী যদি হাসপাতালের কোনো সমস্যা থাকে তাহলে তা আমরা সংশোধন করে নেব।।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_04_mci_visit_vis_7205341Conclusion:wb_crb_04_mci_visit_vis_7205341

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.