ETV Bharat / state

বউভাতে ব্যক্তিকে ছুরির কোপ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? - ব্যক্তিকে ছুরির কোপ

দীর্ঘদিন ধরে আশুতোষ বর্মণের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বিজেনের ৷ অভিযুক্ত বিজেনের সঙ্গে আশুতোষের পরিবারের এক গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ ৷ যার জেরে বিয়েবাড়িতে দুজনের মধ্যে শুরু হয় বচসা ৷

Man stabbed another man
ব্যক্তিকে ছুরির কোপ
author img

By

Published : Dec 4, 2019, 9:13 PM IST

Updated : Dec 4, 2019, 9:44 PM IST

কোচবিহার, 4 ডিসেম্বর : বিয়েবাড়ির বউভাত চলাকালীন বচসা ৷ খেতে বসে এক ব্যক্তির গলায় ধারালো ছুরির কোপ বসিয়ে দিল এক যুবক ৷ ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উঁচলপুকুরির ৷ ঘটনায় অভিযুক্ত বিজেন বর্মণ নামে ওই যুবক পলাতক ৷ জখম আশুতোষ বর্মণকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

জানা গেছে, গতরাতে বিজেন বর্মণ নামে ওই যুবক উঁচলপুকুরি এলাকায় একটি বিয়েবাড়িতে খেতে আসে ৷ সেখানেই আশুতোষ বর্মণ নামে এক ব্যক্তির সঙ্গে তার বচসা বাধে । শুরু হয় মারামরি ৷ এরপর, আশুতোষ বর্মণ খেতে বসলে অভিযুক্ত বিজেন বর্মণ ধারালো ছুরি চালিয়ে দেয় আশুতোষ বর্মণের গলায় ৷ ছুরি চালিয়ে দিয়ে চম্পট দেয় ওই যুবক৷

দেখুন ভিডিয়ো...
জানা যায়, দীর্ঘদিন ধরে আশুতোষ বর্মণের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বিজেনের ৷ অভিযুক্ত বিজেনের সঙ্গে আশুতোষের পরিবারের এক গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ ৷ যার জেরে বিয়েবাড়িতে দুজনের মধ্যে শুরু হয় বচসা ৷
জখম আশুতোষ বর্মনের ভাই সতীশ বর্মণ জানান, "বিয়ে বাড়িতে খেতে যায় দাদা, দাদার গলায় ছুরি চালিয়ে দেয় বিজেন নামে এক যুবক ৷ আগের থেকে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল ওঁদের মধ্যে ৷" বিয়েবাড়ির এক সদস্য গৌতম বর্মণ বলেন, "বউভাতে প্রতিবেশী ও আত্মীয়দের নিমন্ত্রণ করা হয় ৷ হঠাৎই সেখানে আশুতোষের গলায় ছুরি চালিয়ে দেয় প্রতিবেশী বিজেন ৷ ওঁদের দুজনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল ৷ বিয়েবাড়িতে এসে দুজনেই মারামরি শুরু করে৷" মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ ঘটনাটি শুনেছি৷ লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে ৷

কোচবিহার, 4 ডিসেম্বর : বিয়েবাড়ির বউভাত চলাকালীন বচসা ৷ খেতে বসে এক ব্যক্তির গলায় ধারালো ছুরির কোপ বসিয়ে দিল এক যুবক ৷ ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উঁচলপুকুরির ৷ ঘটনায় অভিযুক্ত বিজেন বর্মণ নামে ওই যুবক পলাতক ৷ জখম আশুতোষ বর্মণকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

জানা গেছে, গতরাতে বিজেন বর্মণ নামে ওই যুবক উঁচলপুকুরি এলাকায় একটি বিয়েবাড়িতে খেতে আসে ৷ সেখানেই আশুতোষ বর্মণ নামে এক ব্যক্তির সঙ্গে তার বচসা বাধে । শুরু হয় মারামরি ৷ এরপর, আশুতোষ বর্মণ খেতে বসলে অভিযুক্ত বিজেন বর্মণ ধারালো ছুরি চালিয়ে দেয় আশুতোষ বর্মণের গলায় ৷ ছুরি চালিয়ে দিয়ে চম্পট দেয় ওই যুবক৷

দেখুন ভিডিয়ো...
জানা যায়, দীর্ঘদিন ধরে আশুতোষ বর্মণের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বিজেনের ৷ অভিযুক্ত বিজেনের সঙ্গে আশুতোষের পরিবারের এক গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ ৷ যার জেরে বিয়েবাড়িতে দুজনের মধ্যে শুরু হয় বচসা ৷
জখম আশুতোষ বর্মনের ভাই সতীশ বর্মণ জানান, "বিয়ে বাড়িতে খেতে যায় দাদা, দাদার গলায় ছুরি চালিয়ে দেয় বিজেন নামে এক যুবক ৷ আগের থেকে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল ওঁদের মধ্যে ৷" বিয়েবাড়ির এক সদস্য গৌতম বর্মণ বলেন, "বউভাতে প্রতিবেশী ও আত্মীয়দের নিমন্ত্রণ করা হয় ৷ হঠাৎই সেখানে আশুতোষের গলায় ছুরি চালিয়ে দেয় প্রতিবেশী বিজেন ৷ ওঁদের দুজনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল ৷ বিয়েবাড়িতে এসে দুজনেই মারামরি শুরু করে৷" মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ ঘটনাটি শুনেছি৷ লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে ৷
Intro:অবৈধ সম্পর্কের জের, বৌভাতে খেতেবসে এক ব্যক্তিকে ধারালো ছুরি চালিয়ে কোপে আশঙ্কাজনক, অভিযুক্ত পলাতক৷



কোচবিহার :০৪ ডিসেম্বর :

বিয়েবাড়ির বৌভাত চলাকালীন শুরু হয় বত্সা৷খাবার সময়ে ধারালো অস্ত্রের কোপ দিলো এক ব্যক্তিকে এক যুবক যুবক৷ অভিযুক্ত যুবক পলাতক৷ জখম ব্যক্তির নাম আশুতোষ বর্মন ৷ অভিযুক্ত যুবকের নাম বিজেন বর্মন৷

ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উঁচলপুকুরিতে৷ জখম আশুতোষ বর্মনকে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷এরপর আবস্থার অবনতি হলে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অভিযুক্ত যুবক পলাতক ৷

জানা গেছে ,গতকাল রাতে বিজেন বর্মন নামে যুবক বিয়ে বাড়িতে বৌভাত খেতে আসে৷ আশুতোষ বর্মন নামে এক ব্যক্তির সঙ্গে বাঁধে বতসা ,শুরু হয় মারামরি ৷ এরপর ,আশুতোষ বর্মন খেতে বসলে অভিযুক্ত বিজেন বর্মন ধারালো ছুরি চালিয়েদেয় আশুতোষ বর্মনের গলায় ৷ ছুরি চালিয়ে দিয়ে চম্পট দেয় ওই যুবক৷

জানা যায় ,দীর্ঘ দিন ধরে আশুতোষ বর্মনের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বিজেন বর্মনের ৷অভিযুক্ত বিজেন বর্মন আশুতোষ বর্মনের পরিবারের এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ৷যাঁর জেরেই এদিন বিয়ে বাড়িতে দুজনের মধ্যে শুরু হয় বত্সা ৷ আশুতোষ বর্মনের গলায় ছুরি চালিয়ে দেন বিজেন বর্মন ৷

জখম আশুতোষ বর্মনের ভাই সতীশ বর্মন জানান "বিয়ে বাড়িতে খেতে যায় দাদা ,দাদার গলায় ছুরি চালিয়েদেয় বিজেন বর্মন নামে এক যুবক ৷ আগের থেকে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল ওঁদের মধ্যে৷

বৌভাতের বাড়ির সদেস্য গৌতম বর্মন জানান "তাদের বাড়িতে বৌভাত ছিল ,প্রতিবেশী এবং আত্মীয়দের নিমন্ত্রন করা হয় ৷ প্রতিবেশি জেঠা আশুতোষ বর্মনকে ছুরি চালিয়েদেয় প্রতিবেশী বিজেন বর্মন ৷ ওঁদের দুজনের পারিবারিক দ্বন্দ্ব ছিল ৷ অভিযুক্ত বিজন বর্মন কিছূদিন আগে আশুতোষ বর্মনের বাড়ির এক গৃহবধূকে অবৈধ সম্পর্কে পালিয়ে নিয়ে যায় ৷এরপর ,আজ তাদের বিয়ে বাড়িতে দুজনেই মারামরি শুরু করে৷ পরে ,বিজেন বর্মন আশুতোষ বর্মনের গলায় ছুরি চালিয়ে দেয়৷


মেখলিগঞ্জ থানার পুলিশ জানায় অভিযোগ এখনও দায়ের হয় নি ,ঘটনাটি শুনেছি ,লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে৷Body:COB Conclusion:মেখলিগঞ্জ থানার পুলিশ জানায় ,শুনেছি ঘটনাটি , লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে ৷
Last Updated : Dec 4, 2019, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.