ETV Bharat / state

শ্মশান থেকে ফেরার পথে সাগরদিঘিতে স্নানে নেমে মৃত ব্যক্তি - কোচবিহার

শ্মশান থেকে ফেরার পথে সাগরদিঘিতে স্নান করতে নামেন ওই ব্যক্তি । তখনই তিনি তলিয়ে যান বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ।

কোচবিহারের সাগর দিঘিতে শ্মশান থেকে ফিরে স্নান করতে নেমে মৃত ব্যক্তি
author img

By

Published : Nov 1, 2020, 8:15 PM IST

কোচবিহার, 1 নভেম্বর : মৃতদেহ দাহ করে ফেরার পথে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি । আজ সন্ধেয় কোচবিহারের সাগরদিঘিতে ঘটনাটি ঘটেছে।

ওই ব্যক্তির নাম সুশান্ত শীল । বাড়ি গুড়িয়াহাটি-2 গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর কলোনি এলাকায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্থানীয় এক মহিলার দেহ সৎকার করতে পিলখানা এলাকায় মহাশ্মশানে গেছিলেন তিনি । শ্মশান থেকে বন্ধুদের সঙ্গে ফিরে সাগরদিঘিতে স্নান করতে নামেন সুশান্ত । তবে বাকিরা স্নান করে বাড়ি ফিরে গেলেও সুশান্ত যে উপরে ওঠেনি সেটা কেউ খেয়াল করেননি । পরে তাঁঁরা বিষয়টি লক্ষ্য করে পুনরায় সাগরদিঘিতে এসে খোঁজাখুঁজি করেন ।

খবর পেয়ে আসে সিভিল ডিফেন্সের লোকজন । তাঁরা তল্লাশি চালান । সাগরদিঘি থেকে দেহ উদ্ধার হয় । পুলিশ দেহটি উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।

কোচবিহার, 1 নভেম্বর : মৃতদেহ দাহ করে ফেরার পথে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি । আজ সন্ধেয় কোচবিহারের সাগরদিঘিতে ঘটনাটি ঘটেছে।

ওই ব্যক্তির নাম সুশান্ত শীল । বাড়ি গুড়িয়াহাটি-2 গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর কলোনি এলাকায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্থানীয় এক মহিলার দেহ সৎকার করতে পিলখানা এলাকায় মহাশ্মশানে গেছিলেন তিনি । শ্মশান থেকে বন্ধুদের সঙ্গে ফিরে সাগরদিঘিতে স্নান করতে নামেন সুশান্ত । তবে বাকিরা স্নান করে বাড়ি ফিরে গেলেও সুশান্ত যে উপরে ওঠেনি সেটা কেউ খেয়াল করেননি । পরে তাঁঁরা বিষয়টি লক্ষ্য করে পুনরায় সাগরদিঘিতে এসে খোঁজাখুঁজি করেন ।

খবর পেয়ে আসে সিভিল ডিফেন্সের লোকজন । তাঁরা তল্লাশি চালান । সাগরদিঘি থেকে দেহ উদ্ধার হয় । পুলিশ দেহটি উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.