ETV Bharat / state

প্রাথমিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, নেতার বাড়ির সামনে অনশন - কোচবিহার

প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল এক নেতার বিরুদ্ধে । টাকা ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা ।

চলছে অবরোধ
author img

By

Published : Jul 15, 2019, 10:31 AM IST

কোচবিহার, 15 জুলাই : কারও কাছ থেকে তিন লাখ । কারও কাছ থেকে পাঁচ লাখ টাকা । এভাবেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল মাথাভাঙার এক নেতার বিরুদ্ধে । টাকা ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা । অসুস্থ হয়ে পড়ে এক শিশু সহ দু'জন । শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ও অনশনকারীদের আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

টাকা দিলেই মিলবে প্রাথমিক শিক্ষকের চাকরি । অভিযোগ, এই প্রতিশ্রুতি দিয়ে এলাকার দাপুটে নেতা শৈলেন বর্মণ একাধিক ব্যক্তির কাছ থেকে তুলেছেন লাখ লাখ টাকা । দিনবন্ধু বর্মণ, কমল রায় পাখাধরা, মিঠুন বর্মণ, প্রশান্ত বর্মণ ও হরকুমার বর্মণদের দাবি, তাঁদের কেউ দিয়েছেন তিন লাখ টাকা, কেউ দিয়েছেন পাঁচ লাখ টাকা । দফায় দফায় টাকা দিলেও মেলেনি চাকরি । গতকাল সেই টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির সামনে ধরনায় বসেন প্রতারিত পাঁচ চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবার ।

অভিযুক্ত শৈলেশ এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিল । লোকসভা নির্বাচনের আগে সে BJP-তে যোগ দেয় । অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে যে টাকা তুলেছিল, সেই টাকার কিছু অংশ নিজের কাছে রেখে বাকিটা দলের উপর মহলে পাঠাত সে । স্থানীয়দের অনেকের অভিযোগ, প্রতারণার অভিযোগ থেকে বাঁচতেই দল বদল করেছে শৈলেশ । এদিকে, ঘটনাস্থানে গিয়ে গতরাতেই অনশন তুলে দেয় পুলিশ । অনশনকারী ও অভিযুক্তদের আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

কোচবিহার, 15 জুলাই : কারও কাছ থেকে তিন লাখ । কারও কাছ থেকে পাঁচ লাখ টাকা । এভাবেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল মাথাভাঙার এক নেতার বিরুদ্ধে । টাকা ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা । অসুস্থ হয়ে পড়ে এক শিশু সহ দু'জন । শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ও অনশনকারীদের আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

টাকা দিলেই মিলবে প্রাথমিক শিক্ষকের চাকরি । অভিযোগ, এই প্রতিশ্রুতি দিয়ে এলাকার দাপুটে নেতা শৈলেন বর্মণ একাধিক ব্যক্তির কাছ থেকে তুলেছেন লাখ লাখ টাকা । দিনবন্ধু বর্মণ, কমল রায় পাখাধরা, মিঠুন বর্মণ, প্রশান্ত বর্মণ ও হরকুমার বর্মণদের দাবি, তাঁদের কেউ দিয়েছেন তিন লাখ টাকা, কেউ দিয়েছেন পাঁচ লাখ টাকা । দফায় দফায় টাকা দিলেও মেলেনি চাকরি । গতকাল সেই টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির সামনে ধরনায় বসেন প্রতারিত পাঁচ চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবার ।

অভিযুক্ত শৈলেশ এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিল । লোকসভা নির্বাচনের আগে সে BJP-তে যোগ দেয় । অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে যে টাকা তুলেছিল, সেই টাকার কিছু অংশ নিজের কাছে রেখে বাকিটা দলের উপর মহলে পাঠাত সে । স্থানীয়দের অনেকের অভিযোগ, প্রতারণার অভিযোগ থেকে বাঁচতেই দল বদল করেছে শৈলেশ । এদিকে, ঘটনাস্থানে গিয়ে গতরাতেই অনশন তুলে দেয় পুলিশ । অনশনকারী ও অভিযুক্তদের আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

Intro:প্রাথমিক স্কুলে চাকরিতে ৯ লক্ষ কাটমানি ,টাকা ফেরানোর দাবি বাড়িতে অনশন,অসুস্থ্য পরিবারের শিশু সহ এক চাকরি পার্থী ৷

কোচবিহার :১৪ জুলাই :


প্রাথমিক শিক্ষক পদে চাকরি করে দেবেন ,ঐ ইস্যূতে অনেক প্রাথীর কাছে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃনমূল নেতা ৷ সেই টাকা ফেরানোর দাবি নিয়ে ওই ব্যক্তির বাড়িতে অনশনে বসেন চাকরি পার্থীরা ৷ রবিবার বিকেল থেকে চলছে অনশন ,এতে রাত বাড়তেই অসুস্থ্য হয়ে যান নিজের কন্যা শিশু সহ এক চাকরি পার্থী ৷কোচবিহারের মাথাভাঙ্গা এক নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷


অভিযোগ ,মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাটের তৃণমূলের নেতা শৈলেন বর্মন চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছে টাকা তুলেছেন ।প্রাথমিক স্কুলে চাকরি দেবেন ঐ প্রলোভন দেখিয়ে একাধিক পার্থীর কাছে তিনলক্ষ ,পাঁচ লক্ষ করে টাকা তুলেছেন ৷ পার্থীর কাছ থেকে নয় লক্ষ করে টাকা তোলার জন্য ধাপে ধাপে টাকা তুলতেন ৷ রবিবার তার বাড়িতে টাকা দেওয়া টাকা ফেরতের দাবিতে ধর্ণায় বসেছে পাঁচ চাকরি প্রার্থী ও তাদের পরিবার।পাঁচ চাকরি প্রার্থীরা হলেন দিনবন্ধু বর্মন,কমল রায় পাখাধরা, মিঠুন বর্মন ও প্রশান্ত বর্মন,এবং হরকুমার বর্মন।এরা প্রত্যেকের কাছ থেকে তিন লক্ষ এবং দুই লক্ষ করে টাকা তুলেছেন ,আবার কারও কাছে পঞ্চাশ হাজার ৷ এরা প্রত্যেকই তাঁদের পরিবারকে নিয়ে অভিযুক্ত শৈলেন বর্মনের বাড়িতে অনশনে বসেন ৷অনশনে কোন খাবার তারা গ্রহণ করেনি ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত এদের পরিবারের এক শিশু সহ অসুস্থ্য হন এক চাকরি পার্থী ৷


সূত্রে জানা যায় ,চাকরির দেবেন বলে টাকা তুলে ,সেই টাকা উপর মহলে পাঠান ওই ব্যক্তি, এতে কিছু শতাংশ তার থাকে ৷অভিযোগ পাঁচ বছর ধরে সেই টাকা তুলছেন ওই ব্যক্তি ,কিন্তূ ,চাকরি দিতে না পেরে নেওয়া কয়েক লক্ষ টাকা ফিরিয়ে দেননি ।যার জেরে পরিবার নিয়ে অনশন আন্দোলন বসেন পাঁচ চাকরি প্রার্থীরা ।


অভিযুক্ত তৃনমূল নেতা শৈলেন বর্মনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল বন্ধ থাকে ৷ SMS এও উত্তর পাওয়া যায়নি ৷

স্থানীয় সূত্রে জানা যায় ,অভিযুক্ত শৈলেন বর্মন এলাকার দাপুটে তৃনমূল নেতা হলেও সম্প্রতি বিজেপি দলে যোগদেন ৷তাহলে কি কাটমানি থেকে বাঁচতে দল বদল ?প্রশ্ন একাংশের ৷ যদিও
তৃণমূল কংগ্রেসের দাবি লোকসভা ভোটের আগে শৈলেন বিজেপিতে যোগ দেন ৷তৃনমূল নেতা তথা কেদার হাট গ্রাম পঞ্চায়েত প্রধান সুধীর বর্মন জানান " অনশন চলছে শুনেছি ,টাকা নিয়ে থাকলে ফেরত দিতেই হবে ,তবে তিনি আগে তৃনমূল করতেন ,এখন বিজেপি দলে যোগ দিয়েছেন ৷

অন্যদিকে ,বিজেপির দাবি কাটমানি থেকে পিঠ বাঁচাতে আমাদের দলের নাম নিচ্ছে।স্থানীয় বিজেপি নেতা লক্ষীকান্ত বর্মন জানান " শৈলেন নামে আমাদের দলে কেউ নেই,তৃনমূল নেতারা নিজেদের দুর্নীতিতে রেহাই পাবার জন্য বিজেপির দলের পরিচয় দিচ্ছে ,এটা ঠিক না ,বিজেপি দলের উনি কেউ নন "৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.