তুফানগঞ্জ, 16 এপ্রিল : কয়েক মাস আগে অসমের গুয়াহাটিতে কাজে গিয়েছিলেন তাঁরা । এর মাঝেই কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা হয় দেশে । বন্ধ হয়ে যায় সমস্ত পরিবহন পরিষেবা । তাই বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়েন কোচবিহারের তুফানগঞ্জের কয়েকজন শ্রমিক । ভেবেছিলেন, লকডাউন উঠলে বাড়ি ফিরবেন । কিন্তু লকডাউনের সময়সীমা আবার বেড়ে যাওয়ায় সে আশাও পূরণ হয়নি । তাই আর সাত পাঁচ না ভেবে সাইকেলে রওনা দেন তিন শ্রমিক । 32 ঘণ্টা সাইকেল চালিয়ে শেষে গতকাল সন্ধ্যায় বাড়ি পৌঁছান তাঁরা । আপাতত কোয়ারান্টাইনে রাখা হয়েছে তাঁদের ।
লকডাউনের জেরে একাধিক জায়গায় আটকে ভিনরাজ্যের শ্রমিকরা । কোথাও রাজ্য সরকার পদক্ষেপ করে কয়েকজনকে নিজেদের রাজ্যে ফিরিয়েছে । কোথাও বা এখনও আটকে থাকার জেরে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা । ইতিমধ্যেই প্রত্যেককে বাড়ি ফেরাতে নানা পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার । এর মাঝেই সাইকেলে অসম থেকে কোচবিহারের তুফানগঞ্জে নিজেদের বাড়ি ফিরলেন তিন শ্রমিক ।
কয়েক মাস আগে তুফানগঞ্জের ছাটরামপুর এলাকার 30-35 জন শ্রমিক অসমের গুয়াহাটিতে কাজে গিয়েছিলেন। লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন। বিষয়টি নিয়ে তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের তরফে অসম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনওরকম সাহায্য মেলেনি বলে অভিযোগ। বাধ্য হয়েই ওই শ্রমিকদের মধ্যে কয়েকজন দিন কয়েক আগে হেঁটে বাড়ি ফেরেন। বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন । এদিকে মঙ্গলবার লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয় । তারপরই তিন শ্রমিক সাইকেলে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন । স্থানীয়দের কাছ থেকে কোনওরকমে তিনটি সাইকেল জোগাড় করে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা । 32 ঘণ্টা সাইকেল চালিয়ে গতকাল সন্ধ্যায় তুফানগঞ্জে পৌঁছেছেন ।
গতরাতেই ওই তিন শ্রমিককে কোয়ারান্টাইনে পাঠানো হয় । বর্তমানে তাঁরা তুফানগঞ্জ হাসপাতালের কোয়ারান্টাইন সেন্টারে রয়েছেন । হাসপাতাল সুপার মৃণালকান্তি মজুমদার জানিয়েছেন, ওই তিনজনকে 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে।