কোচবিহার, 13 জুন: দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দুটি SARI (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন) হাসপাতাল ও মেডিকেলে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে কোচবিহার জেলায়। আগামী সপ্তাহের মধ্যে এই পরিকাঠামো তৈরি করা বলে জানানো হয়েছে স্বাস্থ্যবিভাগের তরফে।
স্বাস্থ্যকর্মীদের দাবি, দুটি SARI হাসপাতাল ও কোচবিহার মেডিকেলে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হলে অনেকটাই সুবিধা হবে। এই পরিস্থিতিতে অনেকটাই পরিষেবা দিতে সুবিধা হবে বলে মত স্বাস্থ্যকর্তাদের।
উল্লেখ্য, কোরোনা চিকিৎসার জন্য কোচবিহারে কোভিড হাসপাতাল থাকলেও কোনও SARI হাসপাতাল নেই। কোভিড হাসপাতালে কোরোনার উপসর্গ দেখা দেওয়া রোগীদের অর্থাৎ লেভেল-1 ও লেভেল-2 রোগীদের চিকিৎসা করা হত। বর্তমানে ওই হাসপাতালকে পূর্ণাঙ্গ কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু SARI হাসপাতাল না থাকায় সমস্যা হচ্ছে।
এরপরেই দিনহাটা ও মাথাভাঙায় দুটি SARI হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের মধ্যে কোরোনার উপসর্গ থাকবে তাঁদের ওই সারি হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাঁদের কোভিড হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, আগামী সপ্তাহের মধ্যেই কোচবিহার জেলায় দুটি SARI হাসপাতাল ও কোচবিহার মেডিকেলে 30বেডের আইসোলেশন ওয়ার্ড খোলা হবে।