ETV Bharat / state

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ , জখম প্রাক্তন অঞ্চল সভাপতি সহ 2

author img

By

Published : Jun 7, 2021, 2:41 PM IST

ভোটের পরেও দিনহাটায় বিদ্যমান ভোট পরবর্তী সংঘর্ষ ৷ এবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ফলে আহত হলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আবু তাহের শেখ-সহ দুজন। বর্তমানে তাঁরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনহাটা, 7 জুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা 2 ব্লকের কালমাটি গ্রাম। রবিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গুরুতর আহত হন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আবু তাহের শেখ সহ দুই জন। বর্তমানে তাঁরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

বিধানসভা নির্বাচনে 57 ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। আর সেই ক্ষোভ থেকেই উদয়ন গুহের অনুগামীদের এই হামলা ৷ অভিযোগ ওঠে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে তৃণমূলেরই একাংশ বিজেপির হয়ে ভোটে কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে উদয়ন অনুগামীরা। আবু তাহের শেখ সহ দুই জনের বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগ উঠেছে। এরপরই গতকাল তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আবু তহের শেখের ছেলে মনিরুল শেখ বলেন, "উদয়ন গুহের অনুগামীরা আমার বাবার উপর হামলা চালিয়েছে।" যদিও অভিযোগ অস্বীকার করেছে উদয়ন অনুগামীরা। অন্যদিকে তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি বিষ্ণুকুমার সরকার বলেন, "অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।"

আরও পড়ুন :Noorjahan Mango : সাড়ে 3 কেজি ওজন, একটি আমের দাম 1 হাজার

দিনহাটা, 7 জুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা 2 ব্লকের কালমাটি গ্রাম। রবিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গুরুতর আহত হন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আবু তাহের শেখ সহ দুই জন। বর্তমানে তাঁরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

বিধানসভা নির্বাচনে 57 ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। আর সেই ক্ষোভ থেকেই উদয়ন গুহের অনুগামীদের এই হামলা ৷ অভিযোগ ওঠে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে তৃণমূলেরই একাংশ বিজেপির হয়ে ভোটে কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে উদয়ন অনুগামীরা। আবু তাহের শেখ সহ দুই জনের বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগ উঠেছে। এরপরই গতকাল তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আবু তহের শেখের ছেলে মনিরুল শেখ বলেন, "উদয়ন গুহের অনুগামীরা আমার বাবার উপর হামলা চালিয়েছে।" যদিও অভিযোগ অস্বীকার করেছে উদয়ন অনুগামীরা। অন্যদিকে তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি বিষ্ণুকুমার সরকার বলেন, "অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।"

আরও পড়ুন :Noorjahan Mango : সাড়ে 3 কেজি ওজন, একটি আমের দাম 1 হাজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.