ETV Bharat / state

কোরোনা : কোচবিহার মেডিকেলে গঠন ইনফেকশন কন্ট্রোল কমিটি - COVID-19

বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের কোরোনা সংক্রমিত হওয়ার খবর পেয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা বাড়াতে উদ্যোগী হল কর্তৃপক্ষ । হাসপাতা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে গঠন করা হল ইনফেকশন কন্ট্রোল কমিটি।

coochbehar government medical college
কোচবিহার মেডিকেলে গঠন ইনফেকশন কন্ট্রোল কমিটি
author img

By

Published : Jun 11, 2020, 4:27 PM IST

কোচবিহার, 11 জুন : দিনরাত কোরানা রোগীদের দেখভাল করতে গিয়ে আক্রান্ত হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিজেদের হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

হাসপাতালকে জীবাণুমুক্ত রাখতে কোচবিহার মেডিকেল কলেজে তৈরি করা হল ইনফেকশন কন্ট্রোল কমিটি। হাসপাতাল চত্বরে ঠিকমতো স্বাস্থ‍্যবিধি পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এই কমিটি গড়া হয়েছে।

গত কয়েকমাসে রাজ‍্যের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের কোরোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রে এমনটা যাতে না হয় সেজন্য রোগীদের থার্মাল স্ক্রিনিং, জ্বর সম্পর্কিত রোগীদের পরিষেবা দেওয়ার সময় PPE কিট, মাস্ক ব‍্যবহার ইত্যাদি করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে এই ইনফেকশন কন্ট্রোল কমিটি।

এছাড়া হাসপাতালের প্রতিটি ঘরে স‍্যানিটাইজ়ার রাখা, সবাই যাতে স‍্যানিটাইজা়র যথাযথ ব‍্যবহার করে, সামাজিক দূরত্ব বজায় রাখা সেসব বিষয়ে নজরদারি চালাবে এই কমিটি। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক-সহ 5 জন এই ইনফেকশন কন্ট্রোল কমিটিতে রয়েছেন । কোচবিহার মেডিকেল কলেজের MSVP ডা: রাজীব প্রসাদ বলেন, "হাসপাতাল চত্বরে নিয়মিত স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই এই কমিটি গড়া হয়েছে।''

কোচবিহার, 11 জুন : দিনরাত কোরানা রোগীদের দেখভাল করতে গিয়ে আক্রান্ত হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিজেদের হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

হাসপাতালকে জীবাণুমুক্ত রাখতে কোচবিহার মেডিকেল কলেজে তৈরি করা হল ইনফেকশন কন্ট্রোল কমিটি। হাসপাতাল চত্বরে ঠিকমতো স্বাস্থ‍্যবিধি পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এই কমিটি গড়া হয়েছে।

গত কয়েকমাসে রাজ‍্যের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের কোরোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রে এমনটা যাতে না হয় সেজন্য রোগীদের থার্মাল স্ক্রিনিং, জ্বর সম্পর্কিত রোগীদের পরিষেবা দেওয়ার সময় PPE কিট, মাস্ক ব‍্যবহার ইত্যাদি করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে এই ইনফেকশন কন্ট্রোল কমিটি।

এছাড়া হাসপাতালের প্রতিটি ঘরে স‍্যানিটাইজ়ার রাখা, সবাই যাতে স‍্যানিটাইজা়র যথাযথ ব‍্যবহার করে, সামাজিক দূরত্ব বজায় রাখা সেসব বিষয়ে নজরদারি চালাবে এই কমিটি। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক-সহ 5 জন এই ইনফেকশন কন্ট্রোল কমিটিতে রয়েছেন । কোচবিহার মেডিকেল কলেজের MSVP ডা: রাজীব প্রসাদ বলেন, "হাসপাতাল চত্বরে নিয়মিত স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই এই কমিটি গড়া হয়েছে।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.