ETV Bharat / state

Police Death : থানা চত্বরে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার শীতলকুচিতে - কোচবিহার

ঘুম ভেঙে থানার মেসে থাকা পুলিশ কর্মীরা দেখেন, গাছ থেকে ঝুলছে তাঁদেরই এক সহকর্মীর মৃতদেহ ৷ পরিবারে কোনও অশান্তি ছিল না বলে জানিয়েছেন তাঁর ভাই ৷ কোনও নোট বা লিখিত কিছু পাওয়া যায়নি ৷ মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে ৷

শীতলকুচি থানা চত্বর
শীতলকুচি থানা চত্বর
author img

By

Published : Aug 12, 2021, 3:56 PM IST

কোচবিহার, 12 অগস্ট : পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ মিলল থানা চত্বরে ৷ বৃহস্পতিবার সকালে শীতলকুচি থানা চত্বরে একটি গাছে ওই কর্মীর দেহ ঝুলতে দেখা যায় ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের শীতলকুচিতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম নৃপেন বর্মন (50) । তাঁর বাড়ি শীতলকুচি ব্লকের সাঙ্গারবাড়ি এলাকায় । তিনি থানার মেসেই থাকতেন । আজ সকালে ঘুম থেকে ওঠার পর পুলিশ কর্মীরা ওই ঝুলন্ত দেহ দেখতে পান । মৃতের ভাই বীরেন বর্মন জানান, পরিবারিক কোনও অশান্তি ছিল না । তবুও কেন এই তাঁর দাদা এমন কাজ করলেন, তা বুঝতে পারছেন না তাঁরা । তিনি তাঁর দাদার মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছেন ।

আরও পড়ুন : Tarapith : চারতলা থেকে ঝাঁপ যুবকের, হাসপাতালে ভর্তি না করে চোর সন্দেহে পেটাল স্থানীয়রা

ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মাথাভাঙা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ফিনজু শেরপা বলেন, "মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।" কোনও নোট বা লিখিত কিছু পাওয়া যায়নি মৃত পুলিশকর্মীর পকেট থেকে ৷ তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের পর আরও কিছু জানা যেতে পারে ৷

কোচবিহার, 12 অগস্ট : পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ মিলল থানা চত্বরে ৷ বৃহস্পতিবার সকালে শীতলকুচি থানা চত্বরে একটি গাছে ওই কর্মীর দেহ ঝুলতে দেখা যায় ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের শীতলকুচিতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম নৃপেন বর্মন (50) । তাঁর বাড়ি শীতলকুচি ব্লকের সাঙ্গারবাড়ি এলাকায় । তিনি থানার মেসেই থাকতেন । আজ সকালে ঘুম থেকে ওঠার পর পুলিশ কর্মীরা ওই ঝুলন্ত দেহ দেখতে পান । মৃতের ভাই বীরেন বর্মন জানান, পরিবারিক কোনও অশান্তি ছিল না । তবুও কেন এই তাঁর দাদা এমন কাজ করলেন, তা বুঝতে পারছেন না তাঁরা । তিনি তাঁর দাদার মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছেন ।

আরও পড়ুন : Tarapith : চারতলা থেকে ঝাঁপ যুবকের, হাসপাতালে ভর্তি না করে চোর সন্দেহে পেটাল স্থানীয়রা

ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মাথাভাঙা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ফিনজু শেরপা বলেন, "মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।" কোনও নোট বা লিখিত কিছু পাওয়া যায়নি মৃত পুলিশকর্মীর পকেট থেকে ৷ তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের পর আরও কিছু জানা যেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.