ETV Bharat / state

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে শোকজ় রাজ্যপালের

author img

By

Published : Feb 13, 2020, 4:17 PM IST

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি তাঁকে ৷ এই অভিযোগে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন ৷ এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ় করলেন তিনি ৷

image
ভাইস চ্যান্সেলরকে শোকজ রাজ্যপালের

কলকাতা, 13 ফেব্রুয়ারি : ফের সামনে এল রাজ্য ও রাজ্যপাল সংঘাত ৷ এবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি আচার্যকে । এই অভিযোগে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যাপাল ৷ টুইটও করেছিলেন তিনি । আর আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ় নোটিস পাঠান তিনি ৷ সেই চিঠির কপিও পাঠানো হয়েছে রাজ্য উচ্চ শিক্ষাদপ্তরে ৷ প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জইনকেও একটি কপি পাঠান রাজ্যপাল ।

প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের ঘোষণার মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করা হয় । তবে সমাবর্তন উপলক্ষ্যে যে আমন্ত্রণ পত্র ছাপানো হয়, সেখানে রাজ্যপালের নাম নেই ৷ আমন্ত্রণপত্রে নাম ছিল বোস ইনস্টিটিউটের প্রাক্তন নির্দেশক শিবাজি রাহা, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পর্যটন মন্ত্রী গৌতম দেবের ৷

আমন্ত্রণ পত্রে নিজের নাম না দেখে ক্ষুব্ধ হন রাজ্যপাল ৷ টুইটে তিনি লেখেন, ''আগামী 14 ফেব্রুয়ারি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন এই অনুষ্ঠানে আমন্ত্রিত ৷ অথচ, আচার্য এই বিষয়ে কিছুই জানেন না ! কোথায় যাচ্ছি আমরা!’’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, "রাজ্যপালকে আসার জন্য বিধি মেনেই আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু ওঁর কাছ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে কোনও জবাব আসেনি ৷"

কলকাতা, 13 ফেব্রুয়ারি : ফের সামনে এল রাজ্য ও রাজ্যপাল সংঘাত ৷ এবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি আচার্যকে । এই অভিযোগে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যাপাল ৷ টুইটও করেছিলেন তিনি । আর আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ় নোটিস পাঠান তিনি ৷ সেই চিঠির কপিও পাঠানো হয়েছে রাজ্য উচ্চ শিক্ষাদপ্তরে ৷ প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জইনকেও একটি কপি পাঠান রাজ্যপাল ।

প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের ঘোষণার মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করা হয় । তবে সমাবর্তন উপলক্ষ্যে যে আমন্ত্রণ পত্র ছাপানো হয়, সেখানে রাজ্যপালের নাম নেই ৷ আমন্ত্রণপত্রে নাম ছিল বোস ইনস্টিটিউটের প্রাক্তন নির্দেশক শিবাজি রাহা, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পর্যটন মন্ত্রী গৌতম দেবের ৷

আমন্ত্রণ পত্রে নিজের নাম না দেখে ক্ষুব্ধ হন রাজ্যপাল ৷ টুইটে তিনি লেখেন, ''আগামী 14 ফেব্রুয়ারি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন এই অনুষ্ঠানে আমন্ত্রিত ৷ অথচ, আচার্য এই বিষয়ে কিছুই জানেন না ! কোথায় যাচ্ছি আমরা!’’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, "রাজ্যপালকে আসার জন্য বিধি মেনেই আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু ওঁর কাছ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে কোনও জবাব আসেনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.