ETV Bharat / state

Mekliganj Flood Situation : বর্ষার আগে বন্যা-বিপর্যয় মোকাবিলা নিয়ে আগাম বৈঠক মেখলিগঞ্জে - Meeting on Flood and Disaster Management in Mekliganj

বিপর্যয় মোকাবিলা নিয়ে আগাম প্রশাসনিক বৈঠক করা হয় কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা শাসক দফতরে (Meeting on Flood and Disaster Management in Mekliganj) ৷

Mekliganj Flood Situation News
বন্যা-বিপর্যয় মোকাবিলা নিয়ে আগাম বৈঠক
author img

By

Published : May 4, 2022, 10:58 AM IST

কোচবিহার, 4 মে : বর্ষা আসছে ৷ প্রায় প্রতি বর্ষাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয় কোচবিহারের মেখলিগঞ্জে (Flood situation in Mekliganj) ৷ তাই তার আগেই বন্যা এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক সারা হয়েছে মহকুমা শাসকের দফতরে ৷ কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা শাসক দফতরে অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জের মহকুমা শাসক রাম কুমার তামাং, মেখলিগঞ্জ পৌরসভা চেয়ারম্যান কেশবচন্দ্র দাস, মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত-সহ সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা ৷

প্রতি বছর তিস্তার বন্যা পরিস্থিতিতে মেখলিগঞ্জের নিজতরফ, কুচলিবাড়ি-সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে যায় ৷ কয়েক হাজার মানুষ বন্যা কবলিত এলাকায় বিপদে থাকেন ৷ যদিও প্রতি বছর প্রশাসন পাশে থাকার চেষ্টা করেন ৷ তিস্তার জলতল বেড়ে গেলে অপেক্ষাকৃত নিচু এবং ভাগ্ন বাঁধ পেরিয়ে জল ঢুকে যায় নিজতরফ এবং কুচলিবাড়িতে, যার জেরে সৃষ্টি হয় বন্যা ৷

আরও পড়ুন : বেআইনি মাটিকাটা বন্ধ করতে অভিযান মহকুমা শাসক ও বিডিওর

এছাড়াও তিস্তার চরে বাসিন্দারা সমস্যায় পড়েন ৷ মেখলিগঞ্জে তিস্তা নদী ছাড়াও রয়েছে শুটুঙ্গা নদী, ধরলা, সানিয়াজান নদী ৷ ভারী বৃষ্টিতে জলসীমা বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এই নদীগুলিতে ৷ বর্ষা শুরুর আগে বিপর্যয় মোকাবিলা বিষয়ে এই প্রশাসনিক বৈঠক গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ৷ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, "প্রতি বছরই বর্ষার আগে এই বৈঠক করা হয় । বন্যা বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি প্রশাসনের কীভাবে মোকাবিলা করবে সেই সমস্ত বিষয়ে বৈঠকে আলোচনা করা হয় ৷"

কোচবিহার, 4 মে : বর্ষা আসছে ৷ প্রায় প্রতি বর্ষাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয় কোচবিহারের মেখলিগঞ্জে (Flood situation in Mekliganj) ৷ তাই তার আগেই বন্যা এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক সারা হয়েছে মহকুমা শাসকের দফতরে ৷ কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা শাসক দফতরে অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জের মহকুমা শাসক রাম কুমার তামাং, মেখলিগঞ্জ পৌরসভা চেয়ারম্যান কেশবচন্দ্র দাস, মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত-সহ সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা ৷

প্রতি বছর তিস্তার বন্যা পরিস্থিতিতে মেখলিগঞ্জের নিজতরফ, কুচলিবাড়ি-সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে যায় ৷ কয়েক হাজার মানুষ বন্যা কবলিত এলাকায় বিপদে থাকেন ৷ যদিও প্রতি বছর প্রশাসন পাশে থাকার চেষ্টা করেন ৷ তিস্তার জলতল বেড়ে গেলে অপেক্ষাকৃত নিচু এবং ভাগ্ন বাঁধ পেরিয়ে জল ঢুকে যায় নিজতরফ এবং কুচলিবাড়িতে, যার জেরে সৃষ্টি হয় বন্যা ৷

আরও পড়ুন : বেআইনি মাটিকাটা বন্ধ করতে অভিযান মহকুমা শাসক ও বিডিওর

এছাড়াও তিস্তার চরে বাসিন্দারা সমস্যায় পড়েন ৷ মেখলিগঞ্জে তিস্তা নদী ছাড়াও রয়েছে শুটুঙ্গা নদী, ধরলা, সানিয়াজান নদী ৷ ভারী বৃষ্টিতে জলসীমা বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এই নদীগুলিতে ৷ বর্ষা শুরুর আগে বিপর্যয় মোকাবিলা বিষয়ে এই প্রশাসনিক বৈঠক গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ৷ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, "প্রতি বছরই বর্ষার আগে এই বৈঠক করা হয় । বন্যা বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি প্রশাসনের কীভাবে মোকাবিলা করবে সেই সমস্ত বিষয়ে বৈঠকে আলোচনা করা হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.