কোচবিহার, 16 জানুয়ারি : কোচবিহারের গোবড়াছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর জনসংযোগ কর্মসূচির পাল্টা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম ৷ তিনি অভিযোগ করেন, বিধায়ক বহিরাগতদের গ্রামে নিয়ে এসে জনসংযোগ কর্মসূচি পালন করেন ৷ অথচ এ নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য়রা কিছুই জানতেন না ৷ আর সেই কারণেই এবার পাল্টা জনসংযোগ কর্মসূচি পালন করবেন তাঁরা ৷
আগামী বুধবার থেকে পঞ্চায়েতের 22 জন সদস্য় গ্রামের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ কর্মসূচি পালন করবেন ৷ জানা গিয়েছে, দিনহাটার নয়ারহাটে বাড়ি তৃণমূলের দিনহাটা 2নং ব্লকের প্রাক্তন সভাপতি তথা কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবীরের। ওনার স্ত্রী মমতাজ বেগম বর্তমানে গোবরাছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। আগে মীর হুমায়ুন কবিরের সাথে বিধায়ক উদয়ন গুহের সম্পর্ক ভালো থাকলেও, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। আর তার জেরেই এই চাপানউতোর শুরু হয়েছে ৷
আরও পড়ুন : স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
মীর হুমায়ুন কবীরের অনুগামীদের হুমকি উপেক্ষা করেই শুক্রবার গোবড়াছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জনসংযোগ যাত্রা করেন এলাকার বিধায়ক উদয়ন গুহ। কিন্তু, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গতকালের জনসংযোগে হাজির হননি স্থানীয় প্রধান সহ অধিকাংশ পঞ্চায়েত সদস্যরা। তাই এবার বিধায়কের জনসংযোগের পাল্টা হিসেবে, আগামী বুধবার থেকে জনসংযোগ যাত্রা করবেন পঞ্চায়েত প্রধান সহ গ্রাম পঞ্চায়েত সদস্যরা। যদিও বিষয়টি নিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, এতদিন ওরা বাসিন্দাদের অভাব অভিযোগ শোনার সময় পাননি। আমি যেতেই ওদের জনসংযোগের কথা মনে পড়ল।