ETV Bharat / state

কোচবিহারে নতুন করে আক্রান্ত 54 - কোচবিহার

এক ধাক্কায় কোচবিহারে অনেকটাই বেড়ে গেল কোরোনা সংক্রমণ । আজ তিন দফায় কোচবিহারে 54জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । এরফলে জেলায় বেড়ে গেল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ।

coochbehar
কোচবিহারে
author img

By

Published : Jun 8, 2020, 12:01 AM IST

কোচবিহার, 7 জুন: কোচবিহারে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 54জন । এই নিয়ে আজ জেলায় মোট 54জনের শরীরে সংক্রমণ ধরা পড়ল । আক্রান্তদের অধিকাংশই দিনহাটার বাসিন্দা । ইতিমধ্যে আক্রান্তদের আইসোলেট করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "আজ নতুন করে তিন দফার 54জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । কোচবিহার জেলা স্বাস্থ‍্য বিভাগ সূত্রে খবর, গতকাল পর্যন্ত জেলায় মোট কোরোনা পজ়িটিভের সংখ্যা ছিল 112 । ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 197জন । পাশাপাশি আজ সুস্থ হয়ে উঠেছেন 28জন আক্রান্ত । সবমিলিয়ে এখনও পর্যন্ত জেলায় 54জন সুস্থ হয়ে উঠেছেন ।"

জেলায় বর্তমানে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 138 । এদিকে একদিনে এত সংখ্যক কোরোনা পজ়িটিভের কেস চলে আসায় জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা একধাক্কায় অনেকটা বেড়ে গেল ।

কোচবিহার, 7 জুন: কোচবিহারে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 54জন । এই নিয়ে আজ জেলায় মোট 54জনের শরীরে সংক্রমণ ধরা পড়ল । আক্রান্তদের অধিকাংশই দিনহাটার বাসিন্দা । ইতিমধ্যে আক্রান্তদের আইসোলেট করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "আজ নতুন করে তিন দফার 54জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । কোচবিহার জেলা স্বাস্থ‍্য বিভাগ সূত্রে খবর, গতকাল পর্যন্ত জেলায় মোট কোরোনা পজ়িটিভের সংখ্যা ছিল 112 । ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 197জন । পাশাপাশি আজ সুস্থ হয়ে উঠেছেন 28জন আক্রান্ত । সবমিলিয়ে এখনও পর্যন্ত জেলায় 54জন সুস্থ হয়ে উঠেছেন ।"

জেলায় বর্তমানে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 138 । এদিকে একদিনে এত সংখ্যক কোরোনা পজ়িটিভের কেস চলে আসায় জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা একধাক্কায় অনেকটা বেড়ে গেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.