ETV Bharat / state

Makeshift Bridge on Torsha: মালবাজারের হড়পা বানের থেকে শিক্ষা, ছটপুজোয় তোর্সায় হচ্ছে না অস্থায়ী সাঁকো

মালবাজারের হড়পা বান থেকে শিক্ষা নিয়ে ছট পুজোতে (Chhat Puja) তোর্সা নদীর উপর অস্থায়ী সাঁকো (Makeshift Bridge on Torsha) তৈরির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল পৌরসভা ও প্রশাসন ৷

Temporary bridge on torsa
মালবাজারের হড়পা বানের থেকে শিক্ষা, ছটপুজোয় তোর্সায় হচ্ছে না অস্থায়ী সাঁকো
author img

By

Published : Oct 14, 2022, 6:50 PM IST

কোচবিহার, 14 অক্টোবর: দশমীর দিন মালবাজারের হড়পা বান (Flash Flood) থেকে শিক্ষা নিয়ে ছট পুজোতে তোর্সা (Makeshift Bridge on Torsha) নদীর উপর অস্থায়ী সাঁকো তৈরির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল পৌরসভা ও প্রশাসন । শুক্রবার দুপুরে কোচবিহার (Cooch Behar News) ল্যান্সডাউন হলে শহরের বিভিন্ন ছট পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয় । সেখানে প্রশাসনের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় ছটপুজোর বিভিন্ন কর্মকর্তাদের ।

জানা গিয়েছে, প্রতি বছরই তোর্সা নদীর পাড়ে কোচবিহারের হিন্দিবাসী সম্প্রদায়ের হাজার পাঁচেক বাসিন্দা ছটপুজো করে থাকেন । এই পুজোকে কেন্দ্র করে হাজার বিশেক লোকের সমাগম হয় ওই নদীর পাড়ে । তোর্ষা নদীর পূর্ব পাড়ে পুজো অনুষ্ঠিত হয় ৷ সেই সময় পৌরসভার উদ্যোগে নদীর উপর একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয় । সেই সাঁকো পেরিয়ে ওপারে গিয়েও পুজো দেন ভক্তরা । বছর দুয়েক আগে ছটপুজোর বিকেলে তোর্সা নদীর উপর গড়ে ওঠা অস্থায়ী সাঁকো ভেঙে গেলে বহু পুণ্যার্থী জলে পড়ে যান । যদিও সে সময় জল কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন: মালবাজারের দুর্ঘটনা নিয়ে শকুনের রাজনীতি শুভেন্দুর, কটাক্ষ কুণালের

গত দশমীর দিন লালবাজারে হড়পা বানে যেভাবে দুর্ঘটনা ঘটেছিল, তা থেকে শিক্ষা নিয়ে এ বার আর তোর্সা নদীর উপর অস্থায়ী সাঁকো তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না পৌরসভা । কোচবিহার সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান বলেন, তোর্সা নদীর উপরে সাঁকো তৈরি করতে গেলে একটু ঝুঁকি হয়ে যায় । তাই এ বার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হয়েছে । পুজো উদ্যোক্তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ।

পাশাপাশি গ্রিন ট্রাইব্যুনালের আদেশের কারণে এ বার কোচবিহারের সাগরদিঘিতেও ছটপুজো করা যাবে না । কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, নদীর মুখ এ বার অনেকটাই সরে গিয়েছে । তাছাড়া নদীর জলের গভীরতা যা, তাতে ছটপুজোর সময় তোর্সা নদীর উপরে অস্থায়ী সাঁকো তৈরি করা সম্ভব নয় । তাই ফাঁসির ঘাট, বিসর্জন ঘাট ও হুজুর সাহেবের মেলা যে মাঠে হবে সেই মাঠেই পুজোর আয়োজন করা হবে ।

কোচবিহার, 14 অক্টোবর: দশমীর দিন মালবাজারের হড়পা বান (Flash Flood) থেকে শিক্ষা নিয়ে ছট পুজোতে তোর্সা (Makeshift Bridge on Torsha) নদীর উপর অস্থায়ী সাঁকো তৈরির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল পৌরসভা ও প্রশাসন । শুক্রবার দুপুরে কোচবিহার (Cooch Behar News) ল্যান্সডাউন হলে শহরের বিভিন্ন ছট পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয় । সেখানে প্রশাসনের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় ছটপুজোর বিভিন্ন কর্মকর্তাদের ।

জানা গিয়েছে, প্রতি বছরই তোর্সা নদীর পাড়ে কোচবিহারের হিন্দিবাসী সম্প্রদায়ের হাজার পাঁচেক বাসিন্দা ছটপুজো করে থাকেন । এই পুজোকে কেন্দ্র করে হাজার বিশেক লোকের সমাগম হয় ওই নদীর পাড়ে । তোর্ষা নদীর পূর্ব পাড়ে পুজো অনুষ্ঠিত হয় ৷ সেই সময় পৌরসভার উদ্যোগে নদীর উপর একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয় । সেই সাঁকো পেরিয়ে ওপারে গিয়েও পুজো দেন ভক্তরা । বছর দুয়েক আগে ছটপুজোর বিকেলে তোর্সা নদীর উপর গড়ে ওঠা অস্থায়ী সাঁকো ভেঙে গেলে বহু পুণ্যার্থী জলে পড়ে যান । যদিও সে সময় জল কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন: মালবাজারের দুর্ঘটনা নিয়ে শকুনের রাজনীতি শুভেন্দুর, কটাক্ষ কুণালের

গত দশমীর দিন লালবাজারে হড়পা বানে যেভাবে দুর্ঘটনা ঘটেছিল, তা থেকে শিক্ষা নিয়ে এ বার আর তোর্সা নদীর উপর অস্থায়ী সাঁকো তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না পৌরসভা । কোচবিহার সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান বলেন, তোর্সা নদীর উপরে সাঁকো তৈরি করতে গেলে একটু ঝুঁকি হয়ে যায় । তাই এ বার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হয়েছে । পুজো উদ্যোক্তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ।

পাশাপাশি গ্রিন ট্রাইব্যুনালের আদেশের কারণে এ বার কোচবিহারের সাগরদিঘিতেও ছটপুজো করা যাবে না । কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, নদীর মুখ এ বার অনেকটাই সরে গিয়েছে । তাছাড়া নদীর জলের গভীরতা যা, তাতে ছটপুজোর সময় তোর্সা নদীর উপরে অস্থায়ী সাঁকো তৈরি করা সম্ভব নয় । তাই ফাঁসির ঘাট, বিসর্জন ঘাট ও হুজুর সাহেবের মেলা যে মাঠে হবে সেই মাঠেই পুজোর আয়োজন করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.