ETV Bharat / state

Expelled Leader With District TMC president: জেলা তৃণমূল সভাপতির সঙ্গে বহিষ্কৃত নেতার ছবি, বিতর্ক দিনহাটায় - Expelled Leader With District TMC president

জেলা তৃণমূল সভাপতির সঙ্গে বহিষ্কৃত নেতার ছবি, সোশ্য়াল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হল দিনহাটায় (Expelled Leader With TMC president) ৷

expelled leader with the district tmc president debate in dinhata
তৃণমূল সভাপতির সঙ্গে বহিস্কৃত নেতার ছবি, বিতর্ক
author img

By

Published : Mar 25, 2022, 12:38 PM IST

দিনহাটা, 25 মার্চ: ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের পাশেই দলবিরোধী কাজে বহিষ্কৃত তৃণমূল নেতা (Expelled Leader With TMC president)। আর এই ছবি সোশ্য়াল মিডিয়ায় আসতেই বিতর্ক দেখা দিয়েছে দিনহাটায়। যে নেতাকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়, সেই নেতাই জেলা সভাপতির পাশে বসে আছেন ৷ এই ঘটনায় প্রশ্ন তৈরি হয়েছে দলের অন্দরে। ওই বহিষ্কৃত নেতার নাম নুর আলম হোসেন। তিনি কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। যদিও ওই নেতার দাবি, বহিষ্কারের পর তাঁকে দলে ঢোকানো হয়েছে। তবে কে তাঁকে দলে ঢোকাল আর কবেই বা ঢোকানো হল তা নিয়ে প্রশ্ন কর্মীদের মধ্যেও।

আরও পড়ুন : Saumitra Khan : বহিষ্কৃত তৃণমূল নেতারা বিজেপিতে আসুন, আমাদের হাত শক্ত করুন : সৌমিত্র

শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে গত একবছরে দিনহাটা 1 ব্লকে একের পর এক গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আসে। গত 20 নভেম্বর কোচবিহার জেলা তৃণমূলের তৎকালীন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন নুর আলম হোসেনকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করেন। জেলা পার্টির এই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ দেখা দেয় দলের অন্দরেই। সেসময় বিধায়ক জগদীশ বসুনিয়া সরাসরি জেলা তৃণমূলের তৎকালীন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ও তৎকালীন চেয়ারম্যান উদয়ন গুহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন। যদিও জেলা পার্টি সেই সিদ্ধান্তে অনড় থাকে। এরই মধ্যে জেলা তৃণমূলে রদবদল হয়। গিরীন্দ্রনাথ বর্মনের জায়গায় জেলা সভাপতি হন পার্থপ্রতিম রায়। বৃহস্পতিবার দিনহাটা 1 নম্বর ব্লকের ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হয় আটিয়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের পাগলার পাঠ গ্রামে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। অনুষ্ঠান মঞ্চে তাঁর পাশেই ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন। আর অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন বহিষ্কৃত তৃণমূল নেতা। আর এনিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ধোঁয়াশাও তৈরি হয়েছে দলের অন্দরেও।

যদিও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "উনি দল থেকে বহিষ্কৃত। হয়ত জেলাপরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে ওই অনুষ্ঠানে এসেছিলেন। এর বেশি কিছু জানা নেই।"

দিনহাটা, 25 মার্চ: ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের পাশেই দলবিরোধী কাজে বহিষ্কৃত তৃণমূল নেতা (Expelled Leader With TMC president)। আর এই ছবি সোশ্য়াল মিডিয়ায় আসতেই বিতর্ক দেখা দিয়েছে দিনহাটায়। যে নেতাকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়, সেই নেতাই জেলা সভাপতির পাশে বসে আছেন ৷ এই ঘটনায় প্রশ্ন তৈরি হয়েছে দলের অন্দরে। ওই বহিষ্কৃত নেতার নাম নুর আলম হোসেন। তিনি কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। যদিও ওই নেতার দাবি, বহিষ্কারের পর তাঁকে দলে ঢোকানো হয়েছে। তবে কে তাঁকে দলে ঢোকাল আর কবেই বা ঢোকানো হল তা নিয়ে প্রশ্ন কর্মীদের মধ্যেও।

আরও পড়ুন : Saumitra Khan : বহিষ্কৃত তৃণমূল নেতারা বিজেপিতে আসুন, আমাদের হাত শক্ত করুন : সৌমিত্র

শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে গত একবছরে দিনহাটা 1 ব্লকে একের পর এক গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আসে। গত 20 নভেম্বর কোচবিহার জেলা তৃণমূলের তৎকালীন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন নুর আলম হোসেনকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করেন। জেলা পার্টির এই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ দেখা দেয় দলের অন্দরেই। সেসময় বিধায়ক জগদীশ বসুনিয়া সরাসরি জেলা তৃণমূলের তৎকালীন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ও তৎকালীন চেয়ারম্যান উদয়ন গুহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন। যদিও জেলা পার্টি সেই সিদ্ধান্তে অনড় থাকে। এরই মধ্যে জেলা তৃণমূলে রদবদল হয়। গিরীন্দ্রনাথ বর্মনের জায়গায় জেলা সভাপতি হন পার্থপ্রতিম রায়। বৃহস্পতিবার দিনহাটা 1 নম্বর ব্লকের ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হয় আটিয়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের পাগলার পাঠ গ্রামে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। অনুষ্ঠান মঞ্চে তাঁর পাশেই ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন। আর অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন বহিষ্কৃত তৃণমূল নেতা। আর এনিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ধোঁয়াশাও তৈরি হয়েছে দলের অন্দরেও।

যদিও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "উনি দল থেকে বহিষ্কৃত। হয়ত জেলাপরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে ওই অনুষ্ঠানে এসেছিলেন। এর বেশি কিছু জানা নেই।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.