ETV Bharat / state

টাকার বিনিময়ে এগজ়িট পোল, সোশাল মিডিয়ায় পোস্ট রবীন্দ্রনাথের

টাকার বিনিময় এগজ়িট পোল হয়েছে । এমনই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সেই পোস্টে তিনি এগজ়িট পোল সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : May 20, 2019, 10:39 PM IST

কোচবিহার, 20 মে : আজ সোশাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মন্তব্য করেন, "যে সব চ্যানেল এগজ়িট পোল করেছে ভেবে দেখবেন এই চ্যানেলগুলির মালিক BJP নেতা বা মন্ত্রী । আর এই চ্যানেল টাকার বিনিময়ে এই কাজ করে । 23 মে এটা প্রমাণ হয়ে যাবে । "

রবিবার শেষ দফার নির্বাচন শেষ হতে না হতেই বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা সামনে আসতে শুরু করেছে । বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে এগিয়ে NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) । রাজ্যের ক্ষেত্রেও তৃণমূল আশানুরূপ আসন পাবে না এমনই ইঙ্গিত মিলেছে । এরপরই চন্দ্রবাবু নাইডু, মমতা ব্যানার্জি, শশী থারুর সহ একাধিক বিরোধী নেতা-নেত্রীরা এগজ়িট পোল সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

অন্যদিকে কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক সোশাল মিডিয়ায় পোস্ট করেন," আগামী 23-এর জন্য সবাই গেরুয়া আবির কিনে রেখেছেন তো? " নিশীথ প্রামাণিকের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগেই তাঁরা বুঝতে পেরেছিলেন নির্বাচনের তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন । তাই এবার কেন্দ্রে আরও একবার মোদি সরকার গড়তে কোচবিহার লোকসভা কেন্দ্রের মানুষ তাঁকেই জয়ী করবেন।

কোচবিহার, 20 মে : আজ সোশাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মন্তব্য করেন, "যে সব চ্যানেল এগজ়িট পোল করেছে ভেবে দেখবেন এই চ্যানেলগুলির মালিক BJP নেতা বা মন্ত্রী । আর এই চ্যানেল টাকার বিনিময়ে এই কাজ করে । 23 মে এটা প্রমাণ হয়ে যাবে । "

রবিবার শেষ দফার নির্বাচন শেষ হতে না হতেই বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা সামনে আসতে শুরু করেছে । বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে এগিয়ে NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) । রাজ্যের ক্ষেত্রেও তৃণমূল আশানুরূপ আসন পাবে না এমনই ইঙ্গিত মিলেছে । এরপরই চন্দ্রবাবু নাইডু, মমতা ব্যানার্জি, শশী থারুর সহ একাধিক বিরোধী নেতা-নেত্রীরা এগজ়িট পোল সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

অন্যদিকে কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক সোশাল মিডিয়ায় পোস্ট করেন," আগামী 23-এর জন্য সবাই গেরুয়া আবির কিনে রেখেছেন তো? " নিশীথ প্রামাণিকের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগেই তাঁরা বুঝতে পেরেছিলেন নির্বাচনের তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন । তাই এবার কেন্দ্রে আরও একবার মোদি সরকার গড়তে কোচবিহার লোকসভা কেন্দ্রের মানুষ তাঁকেই জয়ী করবেন।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.