ETV Bharat / state

কোচবিহারে গোষ্ঠীকোন্দল থাকলেও নির্বাচনে মমতাকে দেখে ভোট হয় : পরেশ - loksabha vote

লোকসভা নির্বাচনে গোষ্ঠীকোন্দল এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরেশবাবু বলেন, " কোচবিহারে গোষ্ঠীকোন্দল থাকলেও যখন নির্বাচন হয় তখন তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হয়।"

paresh
author img

By

Published : Mar 15, 2019, 11:57 PM IST

কোচবিহার, ১৫ মার্চ : লোকসভা নির্বাচনে গোষ্ঠীকোন্দল এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর আজ কোচবিহারে আসেন তিনি।

জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরেশবাবু বলেন, " কোচবিহারে গোষ্ঠীকোন্দল থাকলেও যখন নির্বাচন হয় তখন তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হয়।" তিনি বলেন, "ভোটে গোটা পশ্চিমবঙ্গের যেকোনও কেন্দ্রের প্রার্থীকে দেখে কেউ ভোট দেয় না। মা, মাটি, মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেয়। আমরা আশাবাদী। সেই একই প্রতিক্রিয়া হবে কোচবিহারের মাটিতে। আর আমরা আশাবাদী। এইবছর লোকসভা ভোটে কোচবিহারে আমরা বিপুল ভোটে জয়ী হব।"

তৃণমূলের লোকসভার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সেই তালিকায় কোচবিহারে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে। আজ তিনি কোচবিহারে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন। সেখানে স্থানীয় কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিকদের তিনি বলেন, আগে বিধায়ক এবং মন্ত্রী থাকলেও লোকসভা নির্বাচনে এবারই প্রথম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোচবিহার, ১৫ মার্চ : লোকসভা নির্বাচনে গোষ্ঠীকোন্দল এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর আজ কোচবিহারে আসেন তিনি।

জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরেশবাবু বলেন, " কোচবিহারে গোষ্ঠীকোন্দল থাকলেও যখন নির্বাচন হয় তখন তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হয়।" তিনি বলেন, "ভোটে গোটা পশ্চিমবঙ্গের যেকোনও কেন্দ্রের প্রার্থীকে দেখে কেউ ভোট দেয় না। মা, মাটি, মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেয়। আমরা আশাবাদী। সেই একই প্রতিক্রিয়া হবে কোচবিহারের মাটিতে। আর আমরা আশাবাদী। এইবছর লোকসভা ভোটে কোচবিহারে আমরা বিপুল ভোটে জয়ী হব।"

তৃণমূলের লোকসভার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সেই তালিকায় কোচবিহারে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে। আজ তিনি কোচবিহারে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন। সেখানে স্থানীয় কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিকদের তিনি বলেন, আগে বিধায়ক এবং মন্ত্রী থাকলেও লোকসভা নির্বাচনে এবারই প্রথম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.