ETV Bharat / state

দিনহাটা কলেজে অচলাবস্থা, পদত্যাগ টিচার ইনচার্জের - Amitava Dutta

সেমিস্টার ফি কমানোর দাবিতে গত 10 দিন ধরে দিনহাটা কলেজে চলছে অচলাবস্থা । আর এরই মধ্যে কলেজের টিচার ইনচার্জ পদত্যাগ করলেন । বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র দিনহাটা কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক উদয়ন গুহের কাছে জমা দেন । টিচার ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, "শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করেছি ।"

Due to stalemate in Dinhata College, Teacher-in-Charge submit his resignation
দিনহাটা কলেজে অচলাবস্থার জেরে টিচার ইন চার্জ এর পদত্যাগ
author img

By

Published : Feb 6, 2020, 11:05 PM IST

কোচবিহার, 6ফেব্রুয়ারি : সেমিস্টার ফি কমানোর দাবিতে গত 10 দিন ধরে দিনহাটা কলেজে চলছে অচলাবস্থা । আর এরই মধ্যে কলেজের টিচার ইনচার্জ পদত্যাগ করলেন । বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র দিনহাটা কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক উদয়ন গুহের কাছে জমা দেন । যদিও টিচার ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন ।

সেমিস্টার ফি কমানোর দাবিতে 27 জানুয়ারি অনির্দিষ্টকালের ক্লাস বয়কট করে আন্দোলনে নামে SFI ছাত্র সংগঠন ৷ পরবর্তীতে সেই আন্দোলনে যোগ দেয় সাধারণ ছাত্রছাত্রীরা । ওইদিনই কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে বসে । সেই অবস্থান-বিক্ষোভ রাতভর চলার পরদিন কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তখনকার মতো বিক্ষোভ উঠে যায় । তবে পরবর্তীতে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহের চেম্বারে এই নিয়ে মিটিং ডাকা হলে সেই মিটিংয়ে যেতে অস্বীকার করেন আন্দোলনকারীরা । ফলে ক্লাস বয়কট চলতেই থাকে। এই অবস্থা চলতে থাকার পর বুধবার কলেজের টিচার ইনচার্জ অমিতাভ দত্ত পদত্যাগ করেন। ছাত্রছাত্রীরা বলেন, যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে ।

দিনহাটা কলেজে অচলাবস্থার মধ্যেই টিচার ইনচার্জের পদত্যাগ

বিষয়টি নিয়ে উদয়ন গুহ বলেন, কলেজে কোনও সমস্যা নেই । শারীরিক অসুস্থতার কারণে টিচার ইনচার্জ পদত্যাগপত্র জমা দিয়েছেন । তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি ।

কোচবিহার, 6ফেব্রুয়ারি : সেমিস্টার ফি কমানোর দাবিতে গত 10 দিন ধরে দিনহাটা কলেজে চলছে অচলাবস্থা । আর এরই মধ্যে কলেজের টিচার ইনচার্জ পদত্যাগ করলেন । বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র দিনহাটা কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক উদয়ন গুহের কাছে জমা দেন । যদিও টিচার ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন ।

সেমিস্টার ফি কমানোর দাবিতে 27 জানুয়ারি অনির্দিষ্টকালের ক্লাস বয়কট করে আন্দোলনে নামে SFI ছাত্র সংগঠন ৷ পরবর্তীতে সেই আন্দোলনে যোগ দেয় সাধারণ ছাত্রছাত্রীরা । ওইদিনই কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে বসে । সেই অবস্থান-বিক্ষোভ রাতভর চলার পরদিন কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তখনকার মতো বিক্ষোভ উঠে যায় । তবে পরবর্তীতে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহের চেম্বারে এই নিয়ে মিটিং ডাকা হলে সেই মিটিংয়ে যেতে অস্বীকার করেন আন্দোলনকারীরা । ফলে ক্লাস বয়কট চলতেই থাকে। এই অবস্থা চলতে থাকার পর বুধবার কলেজের টিচার ইনচার্জ অমিতাভ দত্ত পদত্যাগ করেন। ছাত্রছাত্রীরা বলেন, যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে ।

দিনহাটা কলেজে অচলাবস্থার মধ্যেই টিচার ইনচার্জের পদত্যাগ

বিষয়টি নিয়ে উদয়ন গুহ বলেন, কলেজে কোনও সমস্যা নেই । শারীরিক অসুস্থতার কারণে টিচার ইনচার্জ পদত্যাগপত্র জমা দিয়েছেন । তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি ।

Intro:কোচবিহার: সেমিস্টার ফি কমানোর দাবিতে গত ১০ দিন ধরে দিনহাটা কলেজে চলছে অচলাবস্থা। আর এর জেরে কলেজের টিচার ইন চার্জ পদত্যাগ করলেন। বুধবার তিনি তার পদত্যাগপত্র দিনহাটা কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক উদয়ন গুহের কাছে জমা দেন। যদিও টিচার ইন চার্জ অমিতাভ দত্ত বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করেছি।

সেমিস্টার ফি কমানোর দাবিতে গত ২৭ জানুয়ারি অনির্দিষ্টকালের ক্লাস বয়কট করে আন্দোলনের নামে ছাত্র সংগঠন SFI। পরবর্তীতে সেই আন্দোলনে যোগ দেয় সাধারণ ছাত্রছাত্রীরা। ওইদিনই কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে বসে। সেই অবস্থান-বিক্ষোভ রাতভোর চলার পরদিন কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তখনকার মতো বিক্ষোভ উঠে যায়। তবে পরবর্তীতে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহের চেম্বারে এনিয়ে মিটিং ডাকা হলে সেই মিটিংয়ে যেতে অস্বীকার করেন আন্দোলনকারীরা। ফলে ক্লাস বয়কট চলতেই থাকে। আর এই গত ১১ দিন ধরে এইঅবস্থা চলতে থাকার পর বুধবার কলেজের টিচার ইন চার্জ অমিতাভ দত্ত থেকে পদত্যাগ করেন। ছাত্রছাত্রীরা বলেন, যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। বিষয়টি নিয়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, কলেজে কোন সমস্যা নেই। শারীরিক অসুস্থতার কারণে টিচার ইনচার্জ পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।। # শুভঙ্কর সাহা। Body:wb_crb_02_dinhata_college_7205341Conclusion:wb_crb_02_dinhata_college_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.