কোচবিহার, 6ফেব্রুয়ারি : সেমিস্টার ফি কমানোর দাবিতে গত 10 দিন ধরে দিনহাটা কলেজে চলছে অচলাবস্থা । আর এরই মধ্যে কলেজের টিচার ইনচার্জ পদত্যাগ করলেন । বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র দিনহাটা কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক উদয়ন গুহের কাছে জমা দেন । যদিও টিচার ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন ।
সেমিস্টার ফি কমানোর দাবিতে 27 জানুয়ারি অনির্দিষ্টকালের ক্লাস বয়কট করে আন্দোলনে নামে SFI ছাত্র সংগঠন ৷ পরবর্তীতে সেই আন্দোলনে যোগ দেয় সাধারণ ছাত্রছাত্রীরা । ওইদিনই কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে বসে । সেই অবস্থান-বিক্ষোভ রাতভর চলার পরদিন কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তখনকার মতো বিক্ষোভ উঠে যায় । তবে পরবর্তীতে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহের চেম্বারে এই নিয়ে মিটিং ডাকা হলে সেই মিটিংয়ে যেতে অস্বীকার করেন আন্দোলনকারীরা । ফলে ক্লাস বয়কট চলতেই থাকে। এই অবস্থা চলতে থাকার পর বুধবার কলেজের টিচার ইনচার্জ অমিতাভ দত্ত পদত্যাগ করেন। ছাত্রছাত্রীরা বলেন, যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে ।
বিষয়টি নিয়ে উদয়ন গুহ বলেন, কলেজে কোনও সমস্যা নেই । শারীরিক অসুস্থতার কারণে টিচার ইনচার্জ পদত্যাগপত্র জমা দিয়েছেন । তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি ।