ETV Bharat / state

River Erosion in Dinhata : ভাঙনের জেরে নদীগর্ভে প্রায় 40টি বাড়ি, আতঙ্কে দিনহাটা

নদীগর্ভে তলিয়ে গিয়েছে বসতবাড়ি ৷ অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা ৷ এমনই অবস্থা দিনহাটার গিতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের দরিবস গ্রামে (River Erosion in Dinhata) ৷

dinhata
দিনহাটায় ধরলা নদীতে ভাঙন
author img

By

Published : Jan 9, 2022, 6:18 PM IST

দিনহাটা, 9 জানুয়ারি : শুরু হয়েছে ধরলা নদীর ভাঙন ৷ আর তার জেরেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে প্রায় 40টিরও বেশি বাড়ি ৷ এমনই পরিস্থিতি দিনহাটার গিতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের দরিবস গ্রামে ৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এখনই নদী ভাঙন রোধে ব্যবস্থা না নিলে আরও বেশ কিছু বাড়ি নদীগর্ভে চলে যাবে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর নদী ভাঙনে বহু বাড়ি ধরলা নদীতে তলিয়ে যায় । প্রশাসনকে বাঁধের দাবি জানানো হলেও কাজ হয়নি । এখন বাড়ি নদীতে চলে যাওয়ায় অন্যের জমিতে আশ্রয় নিতে হয়েছে । এভাবে বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন, প্রশ্ন তাঁদের ৷
আরও বলুন : Ganga Erosion at Santipur : শান্তিপুরে গঙ্গায় ভাঙন, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

ধরলা নদী দ্বারা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের দুটি গ্রাম জারিধরলা ও দরিবস (River Erosion in Dinhata) । নদীর ধারে অবস্থিত হওয়ায় ওই দু‘টি গ্রামে প্রায় সারা বছরই কম বেশি ভাঙন চলে । গত কয়েক বছরে দরিবস গ্রামের বহু বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে । গত এক সপ্তাহে 40টিরও বেশি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে ।

বর্তমানে এমন অবস্থা যে ভিটেমাটি হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা । তাঁরা বলেন, "ধরলা নদীতে সব চলে গিয়েছে । অন্যের জমিতে আছি । এভবে কতদিন থাকতে হবে জানি না ।

এই বিষয়ে এলাকার বিধায়ক জগদীশ বর্মাবসুনিয়া বলেন, "বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা হয়েছে । ওই এলাকায় বাঁধ নির্মাণ দরকার ।"

আরও বলুন : নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পে বাঁধ হচ্ছে কোচবিহারে

দিনহাটা, 9 জানুয়ারি : শুরু হয়েছে ধরলা নদীর ভাঙন ৷ আর তার জেরেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে প্রায় 40টিরও বেশি বাড়ি ৷ এমনই পরিস্থিতি দিনহাটার গিতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের দরিবস গ্রামে ৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এখনই নদী ভাঙন রোধে ব্যবস্থা না নিলে আরও বেশ কিছু বাড়ি নদীগর্ভে চলে যাবে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর নদী ভাঙনে বহু বাড়ি ধরলা নদীতে তলিয়ে যায় । প্রশাসনকে বাঁধের দাবি জানানো হলেও কাজ হয়নি । এখন বাড়ি নদীতে চলে যাওয়ায় অন্যের জমিতে আশ্রয় নিতে হয়েছে । এভাবে বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন, প্রশ্ন তাঁদের ৷
আরও বলুন : Ganga Erosion at Santipur : শান্তিপুরে গঙ্গায় ভাঙন, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

ধরলা নদী দ্বারা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের দুটি গ্রাম জারিধরলা ও দরিবস (River Erosion in Dinhata) । নদীর ধারে অবস্থিত হওয়ায় ওই দু‘টি গ্রামে প্রায় সারা বছরই কম বেশি ভাঙন চলে । গত কয়েক বছরে দরিবস গ্রামের বহু বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে । গত এক সপ্তাহে 40টিরও বেশি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে ।

বর্তমানে এমন অবস্থা যে ভিটেমাটি হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা । তাঁরা বলেন, "ধরলা নদীতে সব চলে গিয়েছে । অন্যের জমিতে আছি । এভবে কতদিন থাকতে হবে জানি না ।

এই বিষয়ে এলাকার বিধায়ক জগদীশ বর্মাবসুনিয়া বলেন, "বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা হয়েছে । ওই এলাকায় বাঁধ নির্মাণ দরকার ।"

আরও বলুন : নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পে বাঁধ হচ্ছে কোচবিহারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.