কোচবিহার, 28 ডিসেম্বর : শহরে পানীয় জল সরবরাহ করার পাইপ কেনার জন্য টেন্ডারের ডাক দিয়েছিল কোচবিহার পৌরসভা । টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল 22 ডিসেম্বর । অথচ কোনও এজেন্সি তাদের টেন্ডার জমা দেয়নি । তাই ফের টেন্ডার ডাকল পৌরসভা ।
আরও পড়ুন : চাঁচলে টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগে বিডিয়ো অফিসের সামনে ঠিকাদারদের বিক্ষোভ
পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, "পাইপ কেনার জন্য টেন্ডার ডাকা হয়েছিল । কিন্তু কেউ টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি । শনিবার নতুন করে টেন্ডার ডাকা হয়েছে ।"
পৌরসভার সূত্রে জানা গেছে, শহরে একটি বড় পানীয় জলের প্রকল্প রয়েছে । ইতিমধ্যে 6 হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । আরো 20 হাজার বাড়িতে সংযোগ দেওয়া বাকি রয়েছে । এখনও শহরে 39 কিলোমিটার পাইপ লাইন বসানো বাকি । সেই পাইপ কেনার জন্য 27 নভেম্বরে টেন্ডার ডাকা হয়েছিল । টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ছিল 22 ডিসেম্বর । নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও এজেন্সি টেন্ডার জমা দেয়নি । তাই বাধ্য হয়ে শনিবার নতুন করে টেন্ডার ডেকেছে পৌরসভা ।
আরও পড়ুন : বিজেপির পথসভার পরেই পানীয় জল বন্ধের অভিযোগ
আরো জানা গেছে, পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ হয়েছে 4 কোটি 50 লাখ টাকা । পাইপ বসাতেই লাগবে 3 কোটি টাকা । আগামী টেন্ডার প্রক্রিয়া শেষে কত তাড়াতাড়ি বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ হবে তা দেখার পালা ।