দিনহাটা, 20 জুলাই : দিনহাটা শহরে ক্রমশ বাড়ছে কোরোনার সংক্রমণ । এই পরিস্থিতিতে দিনহাটা পৌরসভার জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের কাজকর্ম বন্ধ করে দেওয়া হল । আজ থেকে শনিবার পর্যন্ত কাজকর্ম বন্ধ থাকবে। পাশাপাশি এখন বাসিন্দাদের পৌরভবনে আসতে নিষেধ করা হয়েছে ।
দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, “দিনহাটা শহরে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে । তাই পৌরসভার বিভিন্ন বিভাগের কাজ আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ।”
গত এক সপ্তাহে দিনহাটা পৌর এলাকার 3 জনের শরীরে কোরোনা ভাইরাস ধরা পড়েছে । তারা একই বাড়ির সদস্য । ইতিমধ্যে ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন করা হয়েছে ।এরই মধ্যে শহরের একটি বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী সংক্রমিত বলে খবর ছড়ায়৷ তারপরই পৌরসভার অধিকাংশ বিভাগের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয় । জরুরি প্রয়োজনে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে । তবে, পৌরসভার কনজারভেন্সি বিভাগ খোলা থাকছে ।