ETV Bharat / state

শীতলকুচিতে উদ্ধার মৃতদেহ, আটক 1 - খুন

শীতলকুচিতে মটি খুঁড়ে উদ্ধার ইটভাটা শ্রমিকের দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান খুন করে দেহ পুঁতে দেওয়া হয়েছিল ৷ এক জনকে আটক করেছে শীতলকুচি থানার পুলিশ৷

শ্রমিক
author img

By

Published : Oct 20, 2019, 6:13 PM IST

কোচবিহার, 20 অক্টোবর : কোচবিহারের শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামের ন্যালেরবাড়ি এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হল এক ব্যক্তির দেহ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কয়েকজন গ্রামবাসী কুঠামারা নদীর পাড়ে রক্ত এবং আলগা মাটি দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান শীতলকুচি থানায়৷

দেখুন ভিডিয়ো

পুলিশ এসে মাটি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার করে । স্থানীয়রা মৃত ব্যক্তিকে শনাক্ত করেন । তাঁর নাম বাবু বর্মণ । তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন । পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছিল । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ ৷

কোচবিহার, 20 অক্টোবর : কোচবিহারের শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামের ন্যালেরবাড়ি এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হল এক ব্যক্তির দেহ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কয়েকজন গ্রামবাসী কুঠামারা নদীর পাড়ে রক্ত এবং আলগা মাটি দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান শীতলকুচি থানায়৷

দেখুন ভিডিয়ো

পুলিশ এসে মাটি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার করে । স্থানীয়রা মৃত ব্যক্তিকে শনাক্ত করেন । তাঁর নাম বাবু বর্মণ । তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন । পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছিল । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ ৷

Intro:শীতলকুচিতে মাটি খুঁড়ে উদ্দার ইটভাটা শ্রমিকের দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান খুন !আটক এক ৷


কোচবিহার:২০ অক্টোবর :

মাটি খুঁড়ে উদ্দার হলো এক ব্যক্তির দেহ ৷ ঘটনাটি কোচবিহারের শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামের ন্যালেরবাড়ি গ্রামে ৷ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্রামের কয়েক জন কুঠামারা নদীর পারে রক্ত এবং এক জায়গায় আলগা মাটি দেখে পুলিশে খবর দেন। শীতলকুচি থানার পুলিশ গিয়ে মাটি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা মৃত ব্যক্তিকে শনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম বাবু বর্মন। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন করে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের দাবী খুন করা হয়েছে ৷ পুরো ঘটনার তদন্ত করছে শীতলকুচি থানার পুলিশ ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.