ETV Bharat / state

কাঁটাতার কেটে গোরু পাচারের চেষ্টা, BSF-এর গুলিতে জখম বাংলাদেশি

মাথাভাঙায় BSF এর হাতে আটক এক গোরু পাচারকারী । এলাকায় গোরু পাচার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন । এলাকার বাসিন্দাদের অভিযোগ সারা রাত ধরে পাচার হয় গোরু ।

মনুল ইসলাম
author img

By

Published : Jun 30, 2019, 5:05 PM IST

মাথাভাঙা, ৩০ জুন : মাথাভাঙায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে জখম এক বাংলাদেশি গোরু পাচারকারী । নাম মনুল ইসলাম । আজ ভোরবেলায় গোরু পাচারের জন্য মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার কাটছিল মনুল । তা দেখতে পান এক BSF জওয়ান । বারবার সাবধান করেন । মনুল শোনেনি । বাধ্য হয়ে পা লক্ষ্য করে গুলি চালান ।

জখম মনুলকে চিকিৎসার জন্য প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । পরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । মনুলের বাড়ি বাংলাদেশের লালমনিরহাটের বাগেরবাড়ি গ্রামে ।

BSF-এর ১৪০ নম্বর ব্যাটেলিয়ানের বারঘড়িয়া BOP-র অধীনে শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা । এই এলাকায় একের পর এক গোরু পাচারের ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন প্রশাসন । সীমান্তে চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ কড়া হলেও পাচার কমেনি।

শিকারপুরের বাসিন্দাদের অভিযোগ, "সীমান্তে কাঁটাতার কেটে সারা রাত ধরে গোরু পাচার হয় । সেই সময় কেউ বাইরে থাকলে পাচারকারীদের হাতে আক্রান্ত হতে হয়, প্রাণনাশের আশঙ্কাও থাকে । আতঙ্কে রাতে কেউ বাড়ি থেকে বের হন না । দিনের আলো নিভে গেলেই পাচারকারীদের আনাগোনা বাড়ে । আমরা আতঙ্কে থাকি ।"

মাথাভাঙা, ৩০ জুন : মাথাভাঙায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে জখম এক বাংলাদেশি গোরু পাচারকারী । নাম মনুল ইসলাম । আজ ভোরবেলায় গোরু পাচারের জন্য মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার কাটছিল মনুল । তা দেখতে পান এক BSF জওয়ান । বারবার সাবধান করেন । মনুল শোনেনি । বাধ্য হয়ে পা লক্ষ্য করে গুলি চালান ।

জখম মনুলকে চিকিৎসার জন্য প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । পরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । মনুলের বাড়ি বাংলাদেশের লালমনিরহাটের বাগেরবাড়ি গ্রামে ।

BSF-এর ১৪০ নম্বর ব্যাটেলিয়ানের বারঘড়িয়া BOP-র অধীনে শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা । এই এলাকায় একের পর এক গোরু পাচারের ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন প্রশাসন । সীমান্তে চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ কড়া হলেও পাচার কমেনি।

শিকারপুরের বাসিন্দাদের অভিযোগ, "সীমান্তে কাঁটাতার কেটে সারা রাত ধরে গোরু পাচার হয় । সেই সময় কেউ বাইরে থাকলে পাচারকারীদের হাতে আক্রান্ত হতে হয়, প্রাণনাশের আশঙ্কাও থাকে । আতঙ্কে রাতে কেউ বাড়ি থেকে বের হন না । দিনের আলো নিভে গেলেই পাচারকারীদের আনাগোনা বাড়ে । আমরা আতঙ্কে থাকি ।"

Intro:ভারত -বাংলাদেশের কোচবিহার সীমান্তে গোরু পাচারে কাঁটা তারের বেড়া কাটতে গিয়ে গুলি বৃদ্ধ এক৷

কোচবিহার :৩০ জুন :

ভারত -বাংলাদেশ সীমান্ত এলাকার কোচবিহারের মেখলিগঞ্জ ,মাথাভাঙ্গা সীমান্তে গোরু পাচার অব্যাহত ৷ কোচবিহারের মাথাভাঙ্গায় ভারত -বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের সময় বিএসএফ জওয়ানের গুলিতে আহত হল এক গরু পাচারকারী। তাকে চিকিৎসার জন্য প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পরে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।সুত্রে জানা গেছে রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকার পুর গ্রামপাঞ্চয়েত এলাকায়।
জানা গিয়েছে, অবৈধ পথে কাটা তারের বেড়া কেটে গরু পাচারের সময় গুলি বিদ্ধ হয় ওই পাচারকারী। হাসপাতাল সূত্রে জানা যায় ওই যুবকের নাম মনুল ইসলাম, তার বাড়ি বাংলাদেশের পাটগ্রাম সংলগ্ন লালমনিরহাটের বাগেরবাড়ি গ্রামে।সুত্রে জানা গেছে টহলরত বিএসএফ জওয়ান থাকলেও কাটা তারের বেড়া কেটে গরু পাচার করেন ওই ব্যক্তি ৷

সীমান্ত রক্ষীর বিএসএফের ১৪০নং ব্যটিলিয়ান বারঘড়িয়া বিওপির অধীনে এই এলাকাটি রয়েছে।লাগাতার একের পর এক
ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে গরু পাচার করার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। সীমান্তে এই চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ গ্রহন কড়া হলেও পাচারকারীদের কর্মকাণ্ড কিন্তু কমেনি। আহত ওই ব্যাক্তিজানান " বিএসএফ এর গুলিতেই তিনি আহত হয়েছেন।যদিও পাচারের বিষয়ে তিনি কিছূই বলতে চাননি "৷স্থানীয় গ্রামবাসিরা জানান "সীমান্তে কাঁটা তার কেটে পাচার করা হয় গোরু ,রাতের বেলা বাড়ির বাইরে থাকা বিপদ ,কবে সীমান্ত গ্রামের বাসিন্দারা দিনের আলো নিভে গেলে রাতে কাটান আতঙ্কে ৷Body:Cob Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.