ETV Bharat / state

কোচবিহারের ভাঁড়ারে টিকার টান, বাড়ছে উদ্বেগ

টিকার ভাঁড়ারে টান পড়েছে কোচবিহারে ৷ মজুত রয়েছে মাত্র 20 হাজারের মতো টিকা ৷ যাঁদের ইতিমধ্যেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাঁদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে ৷ নতুন করে টিকাকরণ আপাতত বন্ধ ৷ নতুন করে টিকা সরবরাহের অপেক্ষায় জেলা স্বাস্থ্য দফতর ৷

wb_crb_02_lack_of_vaccine_7205341
কোচবিহারের ভাঁড়ারে টিকার টান, বাড়ছে উদ্বেগ
author img

By

Published : Apr 15, 2021, 2:02 PM IST

কোচবিহার, 15 এপ্রিল : একদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, অপরদিকে ক্রমশ কমছে মজুত টিকার ভাঁড়ার ৷ যা নিয়ে চিন্তা বাড়ছে কোচবিহারের স্বাস্থ্য দফতরের কর্তাদের ৷

কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথমদিকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি ছাড়াও সাব-সেন্টারগুলি থেকেও টিকা দেওয়া হচ্ছিল ৷ কিন্তু ভাঁড়ারে টান পড়ায় বর্তমানে শুধুমাত্র মহকুমা হাসপাতালগুলিতেই টিকা দেওয়া হচ্ছে ৷ যাঁরা ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন, আপাতত তাঁদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে ৷ নতুন করে টিকা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে ৷

কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রঞ্জিত ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘টিকা খুব বেশি মজুত নেই ৷ তাই শুধুমাত্র মহকুমা হাসপাতালগুলিতে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ৷ গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে ৷’’

আরও পড়ুন : সঙ্কট অব্যাহত, তবু রাজ্যে 80 লাখ পেরিয়ে গেল কোভিড টিকাকরণ

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এখনও পর্যন্ত 10 হাজার 365 জনের শরীরে করোনার সংক্রমণ দেখা গিয়েছে ৷ তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 হাজার 183 জন ৷ মাঝে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমলেও গত কয়েকদিনে তা ফের বাড়তে শুরু করেছে ৷ বুধবারও 23 জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৷

বর্তমানে কোচবিহার জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা 110 ৷ জেলার মোট জনসংখ্যা 30 লাখের বেশি হলেও এখনও পর্যন্ত মাত্র 2 লাখ 4 হাজার 487 জনকে টিকা দেওয়া হয়েছে ৷ মজুত রয়েছে আরও প্রায় 20 হাজার টিকা ৷ যার মধ্যে কোভিশিল্ড রয়েছে প্রায় 11 হাজার এবং কোভ্য়াকসিন রয়েছে প্রায় ন’হাজার ৷ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের আশঙ্কা, দ্রুত নতুন টিকা না এলে আগামী দিনে হয়তো সাময়িকভাবে বন্ধ করে দিতে হবে টিকাকরণের প্রক্রিয়া ৷

কোচবিহার, 15 এপ্রিল : একদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, অপরদিকে ক্রমশ কমছে মজুত টিকার ভাঁড়ার ৷ যা নিয়ে চিন্তা বাড়ছে কোচবিহারের স্বাস্থ্য দফতরের কর্তাদের ৷

কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথমদিকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি ছাড়াও সাব-সেন্টারগুলি থেকেও টিকা দেওয়া হচ্ছিল ৷ কিন্তু ভাঁড়ারে টান পড়ায় বর্তমানে শুধুমাত্র মহকুমা হাসপাতালগুলিতেই টিকা দেওয়া হচ্ছে ৷ যাঁরা ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন, আপাতত তাঁদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে ৷ নতুন করে টিকা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে ৷

কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রঞ্জিত ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘টিকা খুব বেশি মজুত নেই ৷ তাই শুধুমাত্র মহকুমা হাসপাতালগুলিতে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ৷ গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে ৷’’

আরও পড়ুন : সঙ্কট অব্যাহত, তবু রাজ্যে 80 লাখ পেরিয়ে গেল কোভিড টিকাকরণ

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এখনও পর্যন্ত 10 হাজার 365 জনের শরীরে করোনার সংক্রমণ দেখা গিয়েছে ৷ তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 হাজার 183 জন ৷ মাঝে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমলেও গত কয়েকদিনে তা ফের বাড়তে শুরু করেছে ৷ বুধবারও 23 জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৷

বর্তমানে কোচবিহার জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা 110 ৷ জেলার মোট জনসংখ্যা 30 লাখের বেশি হলেও এখনও পর্যন্ত মাত্র 2 লাখ 4 হাজার 487 জনকে টিকা দেওয়া হয়েছে ৷ মজুত রয়েছে আরও প্রায় 20 হাজার টিকা ৷ যার মধ্যে কোভিশিল্ড রয়েছে প্রায় 11 হাজার এবং কোভ্য়াকসিন রয়েছে প্রায় ন’হাজার ৷ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের আশঙ্কা, দ্রুত নতুন টিকা না এলে আগামী দিনে হয়তো সাময়িকভাবে বন্ধ করে দিতে হবে টিকাকরণের প্রক্রিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.