ETV Bharat / state

বর্ষশেষে কোমরজলে নেমে আবর্জনা পরিষ্কার জেলাশাসক-মহকুমাশাসকের - Coochbehar pond clean

কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি । পানীয় জল হিসাবে আগে তা ব্যবহার করা হতো । বর্তমানে শুভকাজে তার ব্যবহার করা হয় । কিন্তু এখন সেই দিঘির জলে ভাসে থার্মোকল ও প্লাস্টিক । জমে থাকে আবর্জনা । আর আজ তা পরিষ্কার করার কাজে নামলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান ও মহকুমাশাসক সঞ্জয় পাল ।

image
কোমরজলে নেমে আবর্জনা পরিষ্কার করছেন
author img

By

Published : Dec 31, 2019, 9:35 PM IST

Updated : Dec 31, 2019, 10:16 PM IST

কোচবিহার,31 ডিসেম্বর : কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘির আবর্জনা পরিষ্কার করলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান ও মহকুমাশাসক সঞ্জয় পাল । শহরকে পরিচ্ছন্ন রাখতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন তাঁরা ।

image
পরিষ্কার করছেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান

কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি । প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে চলেছে । পানীয় জলের সংকট মেটাতে এই দিঘি খনন করেছিলেন কোচবিহারের মহারাজারা । যদিও বর্তমানে তা পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় না । তবে শুভকাজে এই দিঘির জল ব্যবহার হয় । পাশাপাশি এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র । শীত পড়তেই হাজির হয় পরিযায়ী পাখি । কিন্তু তারপরেও যথাযথভাবে যত্ন নেওয়া হয় না । পরিচ্ছন্নতার দিকে নজর রাখা হয় না । দিঘির চারপাশে কোচবিহারের বিভিন্ন সরকারি দপ্তর থাকায় প্রতিদিনই বহু মানুষের আসা-যাওয়া লেগেই থাকে । ফলে সাগরদিঘির চারপাশে পড়ে থাকে আবর্জনা । নদীর জলে ভাসে থার্মোকল ও প্লাস্টিকও । সাধারণ মানুষের সচেতনতার অভাবেই বারবার ওই এলাকা নোংরা হচ্ছে বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

মাঝে মাঝে পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে পরিষ্কার করা হয় এই দিঘি । তবে তা খুব কম । আজ সাগরদিঘির আবর্জনা পরিষ্কারের কাজে নেমে পড়েন জেলাশাসক ও মহকুমাশাসক । এমনকী, মহকুমাশাসক সঞ্জয় পাল রীতিমত দিঘিতে নেমেই পরিষ্কার করতে শুরু করেন । প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা ।

কোচবিহার,31 ডিসেম্বর : কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘির আবর্জনা পরিষ্কার করলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান ও মহকুমাশাসক সঞ্জয় পাল । শহরকে পরিচ্ছন্ন রাখতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন তাঁরা ।

image
পরিষ্কার করছেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান

কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি । প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে চলেছে । পানীয় জলের সংকট মেটাতে এই দিঘি খনন করেছিলেন কোচবিহারের মহারাজারা । যদিও বর্তমানে তা পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় না । তবে শুভকাজে এই দিঘির জল ব্যবহার হয় । পাশাপাশি এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র । শীত পড়তেই হাজির হয় পরিযায়ী পাখি । কিন্তু তারপরেও যথাযথভাবে যত্ন নেওয়া হয় না । পরিচ্ছন্নতার দিকে নজর রাখা হয় না । দিঘির চারপাশে কোচবিহারের বিভিন্ন সরকারি দপ্তর থাকায় প্রতিদিনই বহু মানুষের আসা-যাওয়া লেগেই থাকে । ফলে সাগরদিঘির চারপাশে পড়ে থাকে আবর্জনা । নদীর জলে ভাসে থার্মোকল ও প্লাস্টিকও । সাধারণ মানুষের সচেতনতার অভাবেই বারবার ওই এলাকা নোংরা হচ্ছে বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

মাঝে মাঝে পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে পরিষ্কার করা হয় এই দিঘি । তবে তা খুব কম । আজ সাগরদিঘির আবর্জনা পরিষ্কারের কাজে নেমে পড়েন জেলাশাসক ও মহকুমাশাসক । এমনকী, মহকুমাশাসক সঞ্জয় পাল রীতিমত দিঘিতে নেমেই পরিষ্কার করতে শুরু করেন । প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা ।

Intro:
কোচবিহার: ঐতিহ্যবাহী কোচবিহারের সাগরদিঘির আবর্জনা পরিষ্কার করলেন জেলাশাসক পবন কাদিয়ান ও মহকুমাশাসক সঞ্জয় পাল। মঙ্গলবার সকালে প্রশাসনের দুই কর্তার এই কান্ড দেখে রীতিমতো অবাক হয়ে যান বাসিন্দারা। শহরকে পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ।

কোচবিহার শহরের প্রাণকেন্দ্র বলা হয় সাগরদিঘিকে। পানীয় জলের সংকট মেটাতে প্রায় ২০০ বছর আগে এই দিঘি খনন করেছিলেন কোচবিহারের মহারাজারা। বর্তমানে এই জল খাওয়ার কাজে ব্যবহার না করা হলেও বিভিন্ন শুভকাজে এই দিঘির জল ব্যবহার হয়। পাশাপাশি এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র। শীত পড়তেই হাজির হয় পরিযায়ী পাখি। দিঘির চারপাশে রয়েছে কোচবিহারের বিভিন্ন সরকারি দপ্তর। প্রতিদিনই এখানে হাজির হন বহু মানুষ। অভিযোগ, সাগরদিঘির চারপাশে আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষণ হচ্ছে। নদীর জলে ভেসে বেরাচ্ছে থার্মোকল, রয়েছে প্লাস্টিকও। সাধারণ মানুষের সচেতনতার অভাবেই বারবার ওই এলাকা নোংরা হচ্ছে বলে অভিযোগ। মাঝেমধ্যেই পুরসভা ও প্রশাসনের উদ্যোগে পরিষ্কার করা হলেও এবার জেলাশাসক ও মহকুমাশাসক নেমে পড়েছেন সাগরদিঘির আবর্জনা পরিষ্কারের কাজে। মহকুমাশাসক সঞ্জয় পাল তো আবার রীতিমত দিঘিতে নেমে পড়ে দিঘীর জল পরিষ্কার করেন। প্রশাসনের উদ্যোগে খুশি বাসিন্দারাও।# শুভঙ্কর সাহাBody:wb_crb_pond clean _vis_7205341Conclusion:wb_crb_pond clean _vis_7205341
Last Updated : Dec 31, 2019, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.