ETV Bharat / state

মাস্ক না পরলে করা হবে গ্রেপ্তার, কড়া কোচবিহার পুলিশ - মাস্ক

নবান্নের তরফে নির্দেশিকা জারি হওয়া সত্ত্বেও অনেকেই ব্যবহার করছেন না মাস্ক । তাই এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ । জানিয়ে দিল, মাস্ক না পরে বেরোলেই করা হবে গ্রেপ্তার ।

Coochbehar Police
কোচবিহার পুলিশ
author img

By

Published : Apr 14, 2020, 3:55 PM IST

কোচবিহার, 14 এপ্রিল : মাস্ক পরা বাধ্যতামূলক করতে কড়া পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ । আজ মাইকিং করে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, মাস্ক না পরে বেরোলে গ্রেপ্তার করা হবে । এমনকী, রুজু হতে পারে মামলাও ।

রবিবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । সেইমতো নবান্নের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে । কিন্তু তাও মানুষের মধ্যে উদাসীনতা থেকে যাচ্ছে । সামাজিক দূরত্ব তো দূরের কথা, মাস্কও পরছেন না অনেকে । তাই রাজ্য সরকারের নির্দেশকে সফল করতে কড়া হল কোচবিহার জেলা পুলিশ ।

আজ সকালে কোচবিহারের বিভিন্ন জায়গায় পুলিশের তরফে মাইকিং করা হয় । তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে হলে অবশ্যই পরতে হবে মাস্ক । অন্যথা করা হবে গ্রেপ্তার । এমনকী, মামলাও রুজু করা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলার বিরুদ্ধে । এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পুলিশি টহল চলছে । জেলার মহকুমা ও ব্লকস্তরে মাস্ক পরার বিষয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ ।

এই বিষয়ে জেলার এক পুলিশ আধিকারিক জানান, "সরকারি নির্দেশ অনুযায়ী মাস্ক না পরে বাইরে বেরোনো আইনত দণ্ডনীয় । কেউ যদি তা অমান্য করে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে ।"

কোচবিহার, 14 এপ্রিল : মাস্ক পরা বাধ্যতামূলক করতে কড়া পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ । আজ মাইকিং করে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, মাস্ক না পরে বেরোলে গ্রেপ্তার করা হবে । এমনকী, রুজু হতে পারে মামলাও ।

রবিবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । সেইমতো নবান্নের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে । কিন্তু তাও মানুষের মধ্যে উদাসীনতা থেকে যাচ্ছে । সামাজিক দূরত্ব তো দূরের কথা, মাস্কও পরছেন না অনেকে । তাই রাজ্য সরকারের নির্দেশকে সফল করতে কড়া হল কোচবিহার জেলা পুলিশ ।

আজ সকালে কোচবিহারের বিভিন্ন জায়গায় পুলিশের তরফে মাইকিং করা হয় । তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে হলে অবশ্যই পরতে হবে মাস্ক । অন্যথা করা হবে গ্রেপ্তার । এমনকী, মামলাও রুজু করা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলার বিরুদ্ধে । এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পুলিশি টহল চলছে । জেলার মহকুমা ও ব্লকস্তরে মাস্ক পরার বিষয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ ।

এই বিষয়ে জেলার এক পুলিশ আধিকারিক জানান, "সরকারি নির্দেশ অনুযায়ী মাস্ক না পরে বাইরে বেরোনো আইনত দণ্ডনীয় । কেউ যদি তা অমান্য করে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.