কোচবিহার, 25 জুলাই : কোচবিহার জেলাপ্রশাসনের কর্তাদের কোরোনা সংক্রমণের পর এবার আক্রান্ত হলেন মাথাভাঙার মহকুমাশাসক জিতিন যাদব। আজ এক প্রশাসনিক সভা শেষে এমনটাই জানিয়েছেন রাজ্যের অনগ্রসর কল্যান দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ । পাশাপাশি, মহকুমাশাসকের কার্যালয়ের আর এক কর্মীও কোরোনায় আক্রান্ত বলে জানান মন্ত্রী ।
মাথাভাঙা শহরে কোরোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় গোটা শহরকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে । পাশাপাশি, সাতদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কোচবিহার জেলা প্রশাসনের কয়েকজন আধিকারিকের শরীরে সংক্রমণ ধরা পড়ে । এরপর আইসোলেশনে চলে যান মাথাভাঙার মহকুমাশাসক জিতিন যাদব। কারণ, জেলাশাসকের দপ্তরে এক বৈঠকে যোগ দিয়েছিলেন মহকুমাশাসক জিতিন যাদব। এরপর মহকুমাশাসকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। আজ সেই রিপোর্ট পজিটিভ আসে।
অন্যদিকে, আজ মাথাভাঙার একটি নার্সিংহোমের কর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় ওই নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়। এভাবে একের পর এক কোরোনা পজিটিভ আসায় গোটা শহরকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে কোচবিহার জেলাপ্রশাসন।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “মাথাভাঙা শহরকে অনির্দিষ্টকালের কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ” অনগ্রসর কল্যানমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, “ ২৮ জুলাই থেকে ৩ আগষ্ট পর্যন্ত মাথাভাঙা শহরে সম্পূর্ণ লকডাউন থাকছে। ”