ETV Bharat / state

বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার চিন্তা-ভাবনা কোচবিহার জেলা তৃণমূলের - বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

কোচবিহারে দলের বেসুরোদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ রবিবার রাতে কোচবিহার এসেছেন তৃণমূল সভাপতি সুব্রত বক্সি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বেসুরোদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারেন তিনি ৷

tmc
বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
author img

By

Published : Feb 22, 2021, 4:07 PM IST

কোচবিহার,22 ফেব্রুয়ারি : দলের বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করেই তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার কথা ভাবছে তৃণমূল নেতৃত্ব। এমনটাই জানিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়।

এদিন তিনি বলেন, রবিবার রাতে রাজ্য সভাপতি সুব্রত বক্সি কোচবিহারে এসেছেন ৷ তাঁর সঙ্গে আলোচনা করেই দলের বেসুরোদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, গত কয়েকমাসে কোচবিহার জেলায় বেশকিছু তৃণমূলের নেতাকর্মীরা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। প্রকাশ্যে দলের সভাপতি থেকে বিধায়কদের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করছেন। কোচবিহার -1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়কে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূলের নেতাকর্মী দলের বিধায়কদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ওইসব এলাকার বর্তমান বিধায়কদের প্রার্থী না করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : ভীমা কোরেগাঁও মামলায় 3 বছর পর জামিন ভারভারা রাওকে

একের পর এক এধরনের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে দলের ধারণা। তাই দলের বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে রবিবার রাতে কোচবিহার এসেছেন তৃণমূল সভাপতি সুব্রত বক্সি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বেসুরোদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

কোচবিহার,22 ফেব্রুয়ারি : দলের বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করেই তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার কথা ভাবছে তৃণমূল নেতৃত্ব। এমনটাই জানিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়।

এদিন তিনি বলেন, রবিবার রাতে রাজ্য সভাপতি সুব্রত বক্সি কোচবিহারে এসেছেন ৷ তাঁর সঙ্গে আলোচনা করেই দলের বেসুরোদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, গত কয়েকমাসে কোচবিহার জেলায় বেশকিছু তৃণমূলের নেতাকর্মীরা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। প্রকাশ্যে দলের সভাপতি থেকে বিধায়কদের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করছেন। কোচবিহার -1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়কে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূলের নেতাকর্মী দলের বিধায়কদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ওইসব এলাকার বর্তমান বিধায়কদের প্রার্থী না করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : ভীমা কোরেগাঁও মামলায় 3 বছর পর জামিন ভারভারা রাওকে

একের পর এক এধরনের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে দলের ধারণা। তাই দলের বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে রবিবার রাতে কোচবিহার এসেছেন তৃণমূল সভাপতি সুব্রত বক্সি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বেসুরোদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.