কোচবিহার, 15 জানুয়ারি: জব কার্ড পেতে টাকা দিতে হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে । তারপরেও হাতে আসেনি জব কার্ড । 'দিদির দূত' উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে পাশে পেয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই অভিযোগ জানালেন গ্রামের মানুষ । কোচবিহারের (Cooch Behar News) একটি গ্রামে এই ঘটনা ঘটেছে ৷
কোচবিহার-1 নম্বর ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kavach) কর্মসূচিতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্ত্রীকে কাছে পেয়েই এই গ্রামের কয়েকজন বাসিন্দা গ্রাম পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগ উগড়ে দিলেন ৷ আনোয়ারা বেগম জব কার্ডের জন্য গ্রামবাসীদের থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা । এমনকি টাকা নেওয়া হলেও এখনও তাঁদের জব কার্ড দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ।
এই অভিযোগ শোনার পর পঞ্চায়েত সদস্যকে অবিলম্বে সেই টাকা ফেরত দিতে বলেছেন মন্ত্রী উদয়ন গুহ (Villagers Complain to Udayan)৷ অভিযোগকারীকে তিনি বলেন, "যদি টাকা ফেরত না পান, তাহলে আমাকে জানাবেন ।" রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শাসক দলের নেতারা যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, তা ফের প্রমাণিত হল এই ঘটনায় ৷
আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন উদয়ন গুহ। মন্ত্রীকে পাশে পেয়ে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা ৷ নানা অভিযোগের কথা শুনে মন্ত্রী বলেন, "বিষয়গুলি শুনেছি ৷ তবে যাচাই করে দেখতে হবে কোনটা কতটা সঠিক ৷" রাস্তাঘাট ও পানীয় জলের দাবিদাওয়া নিয়ে তিনি বলেন, "সমস্ত কাজই হয়ে গিয়েছে ৷ মানুষের চাহিদা বেশি ৷ তবে সেগুলোও শোনার জন্য ও সমস্যার সমাধানের জন্য গ্রামের মানুষের সঙ্গে দেখা করতে এসেছি ।"
যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "যাঁদের ঘর, জব কার্ড পাওয়ার কথা তাঁরা পাননি । ফলে মানুষ বিক্ষোভ তো দেখাবেই । নেতা-মন্ত্রীদেরও প্রশ্নের মুখে পড়তে হবে ।"