কোচবিহার, 5 এপ্রিল: কোচবিহার এমজেএন মেডিক্য়াল কলেজে ও হাসপাতালে বসানো হল লিকুইড মেডিক্য়াল অক্সিজেন প্ল্য়ান্ট (Oxygen Plant at Cooch Behar Medical)। 70 লক্ষ টাকা খরচ করে 13 হাজার লিটার অক্সিজেন ধারণ ক্ষমতাসম্পন্ন এই প্ল্য়ান্ট চলতি সপ্তাহেই কার্যকরী হবে বলে আশা প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এটা চালু হলে মেডিক্য়াল কলেজে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকবে না বলে কর্তৃপক্ষের দাবি।
মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোচবিহার মেডিক্য়াল কলেজের ভেতরে এতদিন পিএসএ প্ল্য়ান্ট (Pressure swing adsorption) ও ম্যানিফোল্ড রুম ছিল। সেখানে 2 হাজার লিটার অক্সিজেন উৎপাদন হয়। এছাড়া প্রায় 350টি অক্সিজেন সিলিন্ডার আছে। তা দিয়ে কোচবিহার মেডিক্য়াল কলেজে অক্সিজেন সরবরাহ করা হত। 500 শয্য়াবিশিষ্ট মেডিক্য়াল কলেজে 200 শয্য়ায় পাইপ লাইন বসানো আছে। আর বেশ কিছু ওয়ার্ডে পাইপলাইন বসানো হবে। এর ফলে যে কোনও বিপর্যয়ের মোকাবিলা করার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে জানিয়েছে মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ।
কারমাইকেল ওয়ার্ডের সামনে এই লিকুইড মেডিক্য়াল অক্সিজেন প্ল্য়ান্ট বসানো হয়েছে। এই প্ল্য়ান্টে আগে থেকেই অক্সিজেন ভরা থাকবে নির্দিষ্ট মাত্রায়। অক্সিজেন কমে গেলেই ওখানে অ্যালার্ম বেজে উঠবে। এরপর দায়িত্বপ্রাপ্ত সংস্থা অক্সিজেন ভরে দেবে।
কোচবিহার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ রাজীব প্রসাদ বলেন, "এই অক্সিজেন প্ল্য়ান্টটি চালু হওয়ায় হাসপাতাল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠবে।"