দিনহাটা, 30 জুলাই: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে কোচবিহারে মিছিল করে বিজেপি । "চোরেদের জেল ভরো, মমতা গদি ছাড়ো" এই বার্তাকে সামনে রেখে শনিবার বিকেলের মিছিলে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের(Union minister Nisith Pramanik) । বিজেপির তরফে এই কর্মসূচিকে সামনে রেখে সোশাল মিডিয়ায় ঢালাও প্রচার করা হয় ।
আর এই পোস্টকেই ট্যাগ করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ(MLA Udayan Guha)সোশ্যাল মিডিয়ায় লেখেন, "যে মহারাজ আলিপুরদুয়ারে সোনার দোকানের লুণ্ঠন মামলায় 42 দিন হাজতে যোগ সাধনা করলেন ৷ তিনি নাকি চোর ধরতে রাস্তায় নামবেন ।" আর তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে(Controversy over MLA Udayan Guha Social Media post) ।
আরও পড়ুন: দিনহাটায় স্কুলে দুষ্কৃতীদের বোমাবাজি, চলল গুলি
কেন এই পোস্ট করলেন এ প্রসঙ্গে দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী আলিপুরদুয়ারে সোনার দোকান লুণ্ঠন মামলায় জড়িত এবং সেই ঘটনায় মামলায় হাজির না দেওয়ায় তাঁর নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল । কিছুদিন আগে তিনি সল্টলেকের বিশেষ আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন ।"
যদিও উদয়নের এই পোস্ট সম্পর্কে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, "উদয়ন বাবুর মুখে এ ধরনের কথা মানায় না । কারণ উনি বাম আমলে বীজ কেলেঙ্কারি সঙ্গে যুক্ত ছিলেন । তৃণমূল আমলে একাধিক খুনের মামলায় অভিযুক্ত । এ ধরনের কথা তিনি যত কম বলবেন ততই তাঁর পক্ষে মঙ্গল ।"