ETV Bharat / state

Udayan Guha: নাম না করে নিশীথকে কড়া আক্রমণ উদয়নের, উসকে দিলেন বিতর্কও - নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে উদয়নের পোস্ট ঘিরে বিতর্ক

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ(MLA Udayan Guha)সোশ্যাল মিডিয়ায় লেখেন, "যে মহারাজ আলিপুরদুয়ারে সোনার দোকানের লুণ্ঠন মামলায় 42 দিন হাজতে যোগ সাধনা করলেন ৷ তিনি নাকি চোর ধরতে রাস্তায় নামবেন ।"

Controversy over MLA Udayan Guha Social Media post
Udayan Guha
author img

By

Published : Jul 30, 2022, 7:20 PM IST

দিনহাটা, 30 জুলাই: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে কোচবিহারে মিছিল করে বিজেপি । "চোরেদের জেল ভরো, মমতা গদি ছাড়ো" এই বার্তাকে সামনে রেখে শনিবার বিকেলের মিছিলে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের(Union minister Nisith Pramanik) । বিজেপির তরফে এই কর্মসূচিকে সামনে রেখে সোশাল মিডিয়ায় ঢালাও প্রচার করা হয় ।

আর এই পোস্টকেই ট্যাগ করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ(MLA Udayan Guha)সোশ্যাল মিডিয়ায় লেখেন, "যে মহারাজ আলিপুরদুয়ারে সোনার দোকানের লুণ্ঠন মামলায় 42 দিন হাজতে যোগ সাধনা করলেন ৷ তিনি নাকি চোর ধরতে রাস্তায় নামবেন ।" আর তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে(Controversy over MLA Udayan Guha Social Media post) ।

উদয়ন গুহর পোস্ট ঘিরে বিতর্ক

আরও পড়ুন: দিনহাটায় স্কুলে দুষ্কৃতীদের বোমাবাজি, চলল গুলি

কেন এই পোস্ট করলেন এ প্রসঙ্গে দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী আলিপুরদুয়ারে সোনার দোকান লুণ্ঠন মামলায় জড়িত এবং সেই ঘটনায় মামলায় হাজির না দেওয়ায় তাঁর নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল । কিছুদিন আগে তিনি সল্টলেকের বিশেষ আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন ।"

Controversy over MLA Udayan Guha Social Media post
Social media post

যদিও উদয়নের এই পোস্ট সম্পর্কে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, "উদয়ন বাবুর মুখে এ ধরনের কথা মানায় না । কারণ উনি বাম আমলে বীজ কেলেঙ্কারি সঙ্গে যুক্ত ছিলেন । তৃণমূল আমলে একাধিক খুনের মামলায় অভিযুক্ত । এ ধরনের কথা তিনি যত কম বলবেন ততই তাঁর পক্ষে মঙ্গল ।"

দিনহাটা, 30 জুলাই: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে কোচবিহারে মিছিল করে বিজেপি । "চোরেদের জেল ভরো, মমতা গদি ছাড়ো" এই বার্তাকে সামনে রেখে শনিবার বিকেলের মিছিলে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের(Union minister Nisith Pramanik) । বিজেপির তরফে এই কর্মসূচিকে সামনে রেখে সোশাল মিডিয়ায় ঢালাও প্রচার করা হয় ।

আর এই পোস্টকেই ট্যাগ করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ(MLA Udayan Guha)সোশ্যাল মিডিয়ায় লেখেন, "যে মহারাজ আলিপুরদুয়ারে সোনার দোকানের লুণ্ঠন মামলায় 42 দিন হাজতে যোগ সাধনা করলেন ৷ তিনি নাকি চোর ধরতে রাস্তায় নামবেন ।" আর তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে(Controversy over MLA Udayan Guha Social Media post) ।

উদয়ন গুহর পোস্ট ঘিরে বিতর্ক

আরও পড়ুন: দিনহাটায় স্কুলে দুষ্কৃতীদের বোমাবাজি, চলল গুলি

কেন এই পোস্ট করলেন এ প্রসঙ্গে দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী আলিপুরদুয়ারে সোনার দোকান লুণ্ঠন মামলায় জড়িত এবং সেই ঘটনায় মামলায় হাজির না দেওয়ায় তাঁর নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল । কিছুদিন আগে তিনি সল্টলেকের বিশেষ আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন ।"

Controversy over MLA Udayan Guha Social Media post
Social media post

যদিও উদয়নের এই পোস্ট সম্পর্কে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, "উদয়ন বাবুর মুখে এ ধরনের কথা মানায় না । কারণ উনি বাম আমলে বীজ কেলেঙ্কারি সঙ্গে যুক্ত ছিলেন । তৃণমূল আমলে একাধিক খুনের মামলায় অভিযুক্ত । এ ধরনের কথা তিনি যত কম বলবেন ততই তাঁর পক্ষে মঙ্গল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.