ETV Bharat / state

কোচবিহার শহরে দু'টি ওয়ার্ডে পানীয় জল প্রকল্পের সূচনা - Commencement of drinking water project

বুধবার জল প্রকল্পের সূচনা করলেন কোচবিহার সদর মহকুমার শাসক শেখ আতিকুর রহমান । এই মেশিন বসানোর ফলে ওই দু'টি ওয়ার্ডের 500টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া যাবে ।

জল প্রকল্পের সূচনা
জল প্রকল্পের সূচনা
author img

By

Published : May 20, 2021, 8:37 AM IST

কোচবিহার, 20 মে : গরম পড়তেই জলকষ্ট দেখা দিয়েছে কোচবিহার শহরে । তাই শহরের 14 ও 15 নম্বর ওয়ার্ডে দু'টি পাম্প মেশিন বসিয়ে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ শুরু হল । বুধবার সেই প্রকল্পের সূচনা করলেন কোচবিহার সদর মহকুমার শাসক শেখ আতিকুর রহমান । এই মেশিন বসানোর ফলে ওই দু'টি ওয়ার্ডের 500টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া যাবে ।

কোচবিহার শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । 2013 সালে তৎকালীন পুরসভার চেয়ারম্যান বীরেন কুন্ডুর উদ্যোগে তোর্ষা নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় । পরবর্তীতে আট বছর পেরিয়ে গেলেও এখনও শহরের অন্তত দশ হাজার বাড়িতে সেই পরিস্রুত পানীয় জলের সংযোগ পৌঁছায়নি । অন্যদিকে শহরে গ্রীষ্মকালে জলের কষ্ট আরও বাড়ে ৷

আরও পড়ুন : বাড়িতেই করা যাবে কোভিড পরীক্ষা , অনুমোদন দিল আইসিএমআর

শহরের 14 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলের পাশের মাঠে এবং 15 নম্বর ওয়ার্ডের শ্মশান কালিবাড়ি এলাকায় দুটি মেশিন বসিয়ে জল বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হল ।

কোচবিহার, 20 মে : গরম পড়তেই জলকষ্ট দেখা দিয়েছে কোচবিহার শহরে । তাই শহরের 14 ও 15 নম্বর ওয়ার্ডে দু'টি পাম্প মেশিন বসিয়ে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ শুরু হল । বুধবার সেই প্রকল্পের সূচনা করলেন কোচবিহার সদর মহকুমার শাসক শেখ আতিকুর রহমান । এই মেশিন বসানোর ফলে ওই দু'টি ওয়ার্ডের 500টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া যাবে ।

কোচবিহার শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । 2013 সালে তৎকালীন পুরসভার চেয়ারম্যান বীরেন কুন্ডুর উদ্যোগে তোর্ষা নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় । পরবর্তীতে আট বছর পেরিয়ে গেলেও এখনও শহরের অন্তত দশ হাজার বাড়িতে সেই পরিস্রুত পানীয় জলের সংযোগ পৌঁছায়নি । অন্যদিকে শহরে গ্রীষ্মকালে জলের কষ্ট আরও বাড়ে ৷

আরও পড়ুন : বাড়িতেই করা যাবে কোভিড পরীক্ষা , অনুমোদন দিল আইসিএমআর

শহরের 14 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলের পাশের মাঠে এবং 15 নম্বর ওয়ার্ডের শ্মশান কালিবাড়ি এলাকায় দুটি মেশিন বসিয়ে জল বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.