ETV Bharat / state

মেখলিগঞ্জে তিস্তার পারে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ , আহত বহু - মেখলিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ

আড়বাঁধ দেওয়ায় কয়েকশো একর জমি কৃষিকাজ করার এবং অস্থায়ী বসত বাড়ি তৈরি করার উপযুক্ত হয়েছে ৷ শুক্রবার , নদীগর্ভে উন্মুক্ত ওই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ৷

Clash in two groups in Mekhliganj
Clash in two মেখলিগঞ্জে তিস্তার পারে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষin Mekhliganj
author img

By

Published : Sep 18, 2020, 9:51 PM IST

কোচবিহার , 18 সেপ্টেম্বর : মেখলিগঞ্জে তিস্তার পারে সরকারি জমি দখলকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষ ৷ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ৷ মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷

তিস্তায় আড়বাঁধ দেওয়ায় কয়েকশো একর জমি কৃষিকাজ করার এবং অস্থায়ী বসত বাড়ি তৈরি করার উপযুক্ত হয়েছে ৷ শুক্রবার , নদীগর্ভে উন্মুক্ত ওই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ৷ এদের মধ্যে বিমল বর্মন নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে , "যখন থেকে তিস্তায় আড়বাঁধ তৈরি হয়েছে তখন থেকেই তিস্তার চরের জমি দখলকে কেন্দ্র করে গন্ডগোল লেগেই থাকত ৷ আজও একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ "

এই বিষয়ে মেখলিগঞ্জ মহকুমা শাসক রাম কুমার তামাং কিছু বলতে চাননি ৷ নিজতরফ গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীল রায় জানান "তিস্তা চরের ওই এলাকায় জমি দখল নিয়ে প্রায়ই গন্ডগোল বাঁধে ৷ আজও জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয় ৷ পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে ৷

কোচবিহার , 18 সেপ্টেম্বর : মেখলিগঞ্জে তিস্তার পারে সরকারি জমি দখলকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষ ৷ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ৷ মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷

তিস্তায় আড়বাঁধ দেওয়ায় কয়েকশো একর জমি কৃষিকাজ করার এবং অস্থায়ী বসত বাড়ি তৈরি করার উপযুক্ত হয়েছে ৷ শুক্রবার , নদীগর্ভে উন্মুক্ত ওই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ৷ এদের মধ্যে বিমল বর্মন নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে , "যখন থেকে তিস্তায় আড়বাঁধ তৈরি হয়েছে তখন থেকেই তিস্তার চরের জমি দখলকে কেন্দ্র করে গন্ডগোল লেগেই থাকত ৷ আজও একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ "

এই বিষয়ে মেখলিগঞ্জ মহকুমা শাসক রাম কুমার তামাং কিছু বলতে চাননি ৷ নিজতরফ গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীল রায় জানান "তিস্তা চরের ওই এলাকায় জমি দখল নিয়ে প্রায়ই গন্ডগোল বাঁধে ৷ আজও জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয় ৷ পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.