ETV Bharat / state

Sitalkuchi : আজ শীতলকুচিতে সিআইডির ব্যালেস্টিক টিম - CID probing Sitalkuchi incident

সিআইডির ব্যালেস্টিক টিমের সদস্যরা মূলত আগ্নেয়াস্ত্রের উৎপাদন, বুলেটের আকার, ধরন নিয়ে পরীক্ষা-বিশ্লেষণ করেন । 10 এপ্রিলের ঘটনা ময়নাতদন্তের তথ্য অনুযায়ী, তিন জন গুলিবিদ্ধ হয়েছিলেন ও একজন স্প্লিন্টারের আঘাতে মারা গিয়েছিলেন । সিআইএসএফ যদি গুলি চালায়, তাতে স্প্লিন্টার (splinter) কীভাবে আসবে ? এবার সেই বিষয়গুলি খতিয়ে দেখতে পারেন ব্যালেস্টিক টিম ।

Sitalkuchi Violence
ছবি
author img

By

Published : Jun 7, 2021, 11:04 AM IST

কোচবিহার, 7 জুন : 10 এপ্রিল । শনিবার । স্তব্ধ, নিস্তেজ হয়ে গিয়েছিল শীতলকুচির বাতাস । কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চার জনের । সেদিন চারিদিকে ছিল শুধু কান্নার শব্দ আর হাহাকার এরপর অনেক জল গড়িয়েছে । রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে । কেন গুলি চলল ? কী এমন হয়েছিল সেখানে যে গুলি চালাতে হল ? যার স্পষ্ট উত্তর আজও আসেনি ।

শীতলকুচি কাণ্ড তদন্তের দায়িত্ব আসে সিআইডির উপর । শুরু হয় তদন্ত প্রক্রিয়া । আজ ঘটনাস্থল পরিদর্শনে আসছে ব্যালেস্টিক টিম । সিআইডির (CID) তিন সদস্যের ফরেন্সিক দল আসছেন । বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচির জোরপাটকি এলাকায় 5/126 নং বুথ লক্ষ্য করে ঠিক কী ধরনের গুলি চলেছিল, তার নমুনা সংগ্রহ করবেন ব্যালেস্টিক টিমের সদস্যরা ।

ভবানীভবন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের দরজা তাক করেই গুলি চালিয়েছিলেন । ক্লাসরুমে ও ব্ল্যাকবোর্ডেও গুলি লেগেছিল । সেই চিহ্নও পেয়েছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Sitalkuchi : গুলি চালানো হয়েছিল বুথের দরজা তাক করেই

ব্যালেস্টিক টিম কী ? সিআইডির ব্যালেস্টিক টিমের সদস্যরা মূলত আগ্নেয়াস্ত্রের উৎপাদন, বুলেটের আকার, ধরন নিয়ে পরীক্ষা-বিশ্লেষণ করেন । 10 এপ্রিলের ঘটনা ময়নাতদন্তের তথ্য অনুযায়ী, তিন জন গুলিবিদ্ধ হয়েছিলেন ও একজন স্প্লিন্টারের আঘাতে মারা গিয়েছিলেন ।

প্রশ্ন উঠছে সিআইএসএফ যদি গুলি চালায়, তাতে স্প্লিন্টার (splinter) কীভাবে আসবে ? এবার সেই বিষয়গুলি খতিয়ে দেখতে পারেন ব্যালেস্টিক টিম ।

কোচবিহার, 7 জুন : 10 এপ্রিল । শনিবার । স্তব্ধ, নিস্তেজ হয়ে গিয়েছিল শীতলকুচির বাতাস । কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চার জনের । সেদিন চারিদিকে ছিল শুধু কান্নার শব্দ আর হাহাকার এরপর অনেক জল গড়িয়েছে । রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে । কেন গুলি চলল ? কী এমন হয়েছিল সেখানে যে গুলি চালাতে হল ? যার স্পষ্ট উত্তর আজও আসেনি ।

শীতলকুচি কাণ্ড তদন্তের দায়িত্ব আসে সিআইডির উপর । শুরু হয় তদন্ত প্রক্রিয়া । আজ ঘটনাস্থল পরিদর্শনে আসছে ব্যালেস্টিক টিম । সিআইডির (CID) তিন সদস্যের ফরেন্সিক দল আসছেন । বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচির জোরপাটকি এলাকায় 5/126 নং বুথ লক্ষ্য করে ঠিক কী ধরনের গুলি চলেছিল, তার নমুনা সংগ্রহ করবেন ব্যালেস্টিক টিমের সদস্যরা ।

ভবানীভবন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের দরজা তাক করেই গুলি চালিয়েছিলেন । ক্লাসরুমে ও ব্ল্যাকবোর্ডেও গুলি লেগেছিল । সেই চিহ্নও পেয়েছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Sitalkuchi : গুলি চালানো হয়েছিল বুথের দরজা তাক করেই

ব্যালেস্টিক টিম কী ? সিআইডির ব্যালেস্টিক টিমের সদস্যরা মূলত আগ্নেয়াস্ত্রের উৎপাদন, বুলেটের আকার, ধরন নিয়ে পরীক্ষা-বিশ্লেষণ করেন । 10 এপ্রিলের ঘটনা ময়নাতদন্তের তথ্য অনুযায়ী, তিন জন গুলিবিদ্ধ হয়েছিলেন ও একজন স্প্লিন্টারের আঘাতে মারা গিয়েছিলেন ।

প্রশ্ন উঠছে সিআইএসএফ যদি গুলি চালায়, তাতে স্প্লিন্টার (splinter) কীভাবে আসবে ? এবার সেই বিষয়গুলি খতিয়ে দেখতে পারেন ব্যালেস্টিক টিম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.